BJP: রাজারহাটের বিলাসবহুল রিসর্টে বিজেপির প্রশিক্ষণ শিবির ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর
BJP : রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কথায়, 'ফাইভস্টার কালচার থেকে বেরিয়ে ভারতীয় জনতা পার্টি গ্রামের পরিবেশের স্বাদ নিচ্ছে। তা আর্টিফিসিয়াল হলেও তার গ্রামীণ বাতাবরণ, মাটির সঙ্গে টান আছে।'
দীপক ঘোষ, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: রাজারহাটের (Rajarhat) বিলাসবহুল রিসর্টে (Resort) গতকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে বিজেপির (BJP) প্রশিক্ষণ শিবির। দুপুরের মেনুতে ছিল এলাহী আয়োজন। বিলাসবহুল রিসর্টে বিজেপির প্রশিক্ষণ শিবির ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
রিসর্টে শিবির বিতর্ক
সবুজে মোড়া যেন এক টুকরো গ্রাম। রিসর্টের চতুর্দিকে মায়াবী আলো। সুবিশাল লবি থেকে সুইমিং পুল, কলকাতার উপকণ্ঠে রাজারহাটের বিলাসবহুল রিসর্ট এই বৈদিক ভিলেজেই সোমবার থেকে শুরু হয়েছে বিজেপির প্রশিক্ষণ শিবির।
রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কথায়, 'ফাইভস্টার কালচার থেকে বেরিয়ে ভারতীয় জনতা পার্টি গ্রামের পরিবেশের স্বাদ নিচ্ছে। তা আর্টিফিসিয়াল হলেও তার গ্রামীণ বাতাবরণ, মাটির সঙ্গে টান আছে। এটা ভাল দিক।'
বিজেপি সূত্রে খবর, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আড়াইশ জনের জন্য ভাড়া করা হয়েছে ১৬৫টি রুম। সোমবার ঘড়ির কাঁটায় তখন বেলা সাড়ে ১২ টা। দুপুরে বৈদিক ভিলেজে এসে পৌঁছন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল ও সহ পর্যবেক্ষক অমিত মালব্য। আগেই পৌঁছে গিয়েছিলেন বিজেপির সব জেলা সভাপতি, পর্যবেক্ষক, রাজ্যের পদাধিকারী ও কমিটির সদস্যরা।
সূত্রের খবর, এদিন প্রশিক্ষণ শিবিরের শুরুতেই বিপত্তি বাধে। বন্দে-মাতরম গাইতে উঠে অর্ধেক গেয়েই বসে পড়েন এক বিজেপি নেত্রী। তিনি বলেন, তিনি পুরো গানটি জানেন না। তখন পুরো গানটি গেয়ে শেষ করেন এক বিজেপি সাংসদ।
বিলাসবহুল রিসর্টে বিজেপির প্রশিক্ষণ শিবিরে প্রথম দিনে দুপুরে মেনুতে ছিল ৩ রকমের জ্যুস। ৩ রকমের স্যালাড। ভাত, ডাল, বেগুনি, ২ ধরনের নান, শুক্তো, কাতলা মাছ, চিকেন রোস্ট, পাপড়, দই, দইবড়া, গরম ল্যাংচা ও ২ ধরনের আইসক্রিম।
এই ঘটনায় শুরু রাজনৈতিক তরজা
বিলাসবহুল রিসর্টে বিজেপির প্রশিক্ষণ শিবির নিয়ে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
মুখ্যমন্ত্রী বলেন, 'বেদান্ত ভিলেজে কয়েক কোটি টাকা খরচা করে মন্থন শিবির হচ্ছে। ওটা মন্থন না ওটা ক্রন্দন? ওটা মন্থন না ওটা বন্ধন না ওটা ক্রন্দন আগামীদিনে বোঝা যাবে।' রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের পাল্টা দাবি, 'খুব কম খরচে হচ্ছে, এটুকু বলতে পারি। শিয়ালদা স্টেশনের বাইরে যে লজগুলো থাকে সেগুলোর থেকে সামান্য কিছু বেশি টাকা দিয়ে এইখানে আমরা শিবির করছি।' বিজেপি সূত্রে খবর, প্রশিক্ষণ শিবিরের প্রথম দিনে উপস্থিত ছিলেন না ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম, বনগাঁর সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, কোচবিহারের সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, আলিপুরদুয়ারের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা, বর্ধমান-দুর্গাপুরের সাংসদ এস এস অহলুওয়ালিয়া। বিজেপি সূত্রের খবর, কেন তাঁরা উপস্থিত হননি, তার কারণ জানতে চাওয়া হবে।
সূত্রের খবর, এদিনের উদ্বোধনী ভাষণে বিজেপির রাজ্য সভাপতি বলেন, যে সুযোগ আসছে, তাকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে হবে। সংগঠন আগে, আবেগে ভেসে যাবেন না। বুথ কমিটি তৈরি করার উপর জোর দিন। বিলাসবহুল রিসর্টে বিজেপির প্রশিক্ষণ শিবির। কটাক্ষ তৃণমূলের। পাল্টা জবাব বিজেপির।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, 'রিসর্টে প্রশিক্ষণ শিবিরে কী হচ্ছে?' বিজেপি নেতা রাহুল সিন্হা বলেন, 'আড়াই কোটি খরচা হোক আর ৫ কোটি হোক, খরচ তো খরচই। টাকা আমরা দিচ্ছি।'
২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে হলদিয়াতে পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বিজেপির শিবির আয়োজিত হয়। ২০১২ সালে হয় সালকিয়া কৃষ্ণ ভবনে। বৈদিক ভিলেজের মতো ফাইভ স্টার রিসর্টে বিজেপির দলীয় কর্মশালা বাংলায় প্রথম।