Ayodhya Ram Mandir: 'ধর্ম নিয়ে রাজনীতি', রাম মন্দিরের উদ্বোধনের আগেই প্রতিবাদে ভারতের গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ
প্রতিবাদ কর্মসূচিতে নাট্য়কার, শিল্পী, সাহিত্য়িক, বুদ্ধিজীবী সহ বহু বিশিষ্ট ব্য়ক্তিরা উপস্থিত থাকবেন। এমনকী আমন্ত্রণ পত্রে সই করেছেন বিশিষ্ট ব্য়ক্তিরা।
কলকাতা: ২২ জানুয়ারি অযোধ্য়ায় রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধন। তার আগে ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগে প্রতিবাদে নামছে ভারতের গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ। আগামী ২০ জানুয়ারি অ্য়াকাডেমির পাশে রানুছায়া মঞ্চে সংগঠনের তরফে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হল। প্রতিবাদ কর্মসূচিতে নাট্য়কার, শিল্পী, সাহিত্য়িক, বুদ্ধিজীবী সহ বহু বিশিষ্ট ব্য়ক্তিরা উপস্থিত থাকবেন। এমনকী আমন্ত্রণ পত্রে সই করেছেন বিশিষ্ট ব্য়ক্তিরা। সোমবার সাংবাদিক সম্মেলনে শিক্ষাবিদ পবিত্র সরকার, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তন উপাচার্য অশোক বসু, অম্বিকেশ মবাপাত্র, অভিনেতা অসিত বসুরা কেন্দ্রের শাসক ও রাজ্য়ের শাসকের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন।
চড়ছে রাজনীতির পারদ: রাম মন্দিরের উদ্বোধনের অপেক্ষার প্রহর গুণছে দেশ। রাম-মন্দির ঘিরে দেশজুড়ে তুমুল উন্মাদনা। কার্যত, রাম মন্দিরের হাত ধরেই আসন্ন চব্বিশের লোকসভা ভোটের বৈতড়নী পার করতে চাইছে গেরুয়া শিবির। কিন্তু, রাম কি কখনও রাজনীতির অংশ হতে পারে?রাম কি কখনও ভোটের হাতিয়ার হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, না। রাম সবার। রাম মানে আস্থা। রাম মানে ভরসা রাম মানে গর্ব।
প্রধানমন্ত্রীর হাতে রামলালার প্রতিষ্ঠা: একসপ্তাহও বাকি নেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের। আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে তাঁর হাত ধরেই। রামলালার প্রাণপ্রতিষ্ঠাও হবে তাঁরই হাতে। বহু বিশিষ্ট মানুষ সেখানে আমন্ত্রিত। মধ্যমণি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রাম মন্দিরের উদ্বোধন ঘিরে ক্রমেই চড়ছে উন্মাদনা। বঙ্গ বিজেপির উদ্দীপনা চোখে পড়ার মতো। সঙ্গে রাজনৈতিক পারদও চড়ছে।
বিস্ফোরক বিজেপি সাংসদ: এ দিন রামমন্দির উদ্বোধনের আগে বিস্ফোরক অভিযোগও করেছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী (Debasree Chowdhury)। তাঁর কথায়, 'বিরোধীরা বলে আমরা রাম নিয়ে রাজনীতি করি। হ্যাঁ আমরা রাজনীতি করি। ১৯৯৮ সালে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বলেছিলেন আমরা রাম নিয়ে রাজনীতি করি, এটাই আমাদের দোষ'। আর এনিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ করে ছাড়েনি তৃণমূল (TMC)।
আরও পড়ুন: Ram Mandir Inauguration: 'দেবতার মস্তক ও চোখ ছাড়া মন্দিরের উদ্বোধন ঠিক নয়' সরব দুই শঙ্করাচার্য