Bankura: টানা ২ দিন বাঁকুড়ার জঙ্গলমহলে মাওবাদী নামাঙ্কিত পোস্টার, চাঞ্চল্য এলাকায়
Bankura News: আজ বাঁকুড়ার (Bankura) বারিকুল থানার মেলাড়া গ্রাম পঞ্চায়েতের কেন্দতল মোড় এলাকায় একটি গাছে সাঁটানো এই পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুলিশে খবর দিলে পুলিশ পোস্টারটি উদ্ধার করে।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: গতকালের পর ফের আজ মাওবাদী নামাঙ্কিত পোস্টার (Mao Poster) উদ্ধার হল বাঁকুড়ার জঙ্গলমহলে। আজ বাঁকুড়ার (Bankura) বারিকুল থানার মেলাড়া গ্রাম পঞ্চায়েতের কেন্দতল মোড় এলাকায় একটি গাছে সাঁটানো এই পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ পোস্টারটি উদ্ধার করে।
দুষ্কৃতীদের রাজ্য পুলিশের স্পেশাল হোমগার্ড পদে নিয়োগের অভিযোগ তুলে তার প্রতিবাদে শুক্রবার বাংলা বনধের ডাক দিয়েছে মাওবাদীরা। সেই বনধের সমর্থনে গত কয়েকদিন ধরেই ঝাড়গ্রাম ও বাঁকুড়ার জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হচ্ছে। আজ ফের পোস্টার উদ্ধার হওয়ায় ফের চাঞ্চল্য তৈরি হয়েছে বাঁকুড়ার বারিকুল থানা এলাকায়। কে বা কারা এই পোস্টার দিচ্ছে তা জানতে পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে। বাঁকুড়া জেলা পুলিশের দাবি দ্রুত এই ধরনের পোস্টার দেওয়ার ক্ষেত্রে যুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।
বারংবার জঙ্গলমহলে মাওবাদী পোস্টার পড়াকে কেন্দ্র করে বাঁকুড়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানউতোর। শাসক তৃণমূলের দাবি মাওবাদী বলে কিছু নেই। জঙ্গলমহল জুড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলমহলে অশান্তি তৈরির উদ্দেশেই এই ধরনের পোস্টার দিচ্ছে বিরোধীদলগুলি। বিজেপি এই অভিযোগ অস্বীকার করে পালটা এর জন্য শাসক দলকেই কাঠগোড়ায় তুলেছে। বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরেই এমন ঘটনা ঘটেছে।
আনিসের খুনিদের ধরতে মাওবাদী পোস্টার
আনিস খান (Anish Khan) হত্যাকাণ্ডে, এখনও বহু প্রশ্নের উত্তর মেলেনি। এরই মধ্যে এবার “আনিস খুনের বদলা চাই” লেখা মাওবাদী পোস্টার পড়ল বারাসাতে (Barasat)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বারাসাতের কলোনি মোড় সংলগ্ন ওভারহেড গেটের পিলারে বেশ কয়েকটি পোস্টার দেখা যায়। সাদা কাগজের লাল কালিতে তার কোনওটিতে লেখা হয়েছে, “আনিস খানের খুনের বদলা চাই।” কোনওটিতে লেখা, “আনিস খানের খুনের বদলা নাও, তৃণমূলকে কবর দাও।” কোথাও লেখা, “শহিদ কমরেড আনিস খান লাল সেলাম।” নিচে প্রেরকের জায়গায় লেখা, সিপিআই (মাওবাদী)। বারাসাতের মতো জায়গায় এধরনের পোস্টারকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়।
আরো পড়ুন: চাপ সৃষ্টির অভিযোগ, তপন-সহযোগীর রহস্য মৃত্যুতে এ বার পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের