Projapoti Controversy: 'সিনেমাটা আমার-মিঠুনদার উপরেই ছেড়ে দিন,' কুণালকে পাল্টা দেব
Dev On Kunal Ghosh Comment: 'মিঠুনের জন্যেই সিনেমা ফ্লপ, তাই প্রচারে আসার চেষ্টা,' কটাক্ষ কুণালের। গতকাল এই মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ। এদিন তার পাল্টা জবাব দিলেন তৃণমূল সাংসদ দেব।
কলকাতা: নন্দনে 'ব্রাত্য' মিঠুন-দেবের 'প্রজাপতি', তৃণমূলের অন্দরেই সংঘাত। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে জবাব দলেরই সাংসদের। সিনেমাটা আমার-মিঠুনদার উপরেই ছেড়ে দিন, কুণালের (Kunal Ghosh) মন্তব্যের পাল্টা জবাব দেবের (Dev)।
কুণালকে পাল্টা জবাব দেবের: গত ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি প্রজাপতি। কিন্তু মুক্তির পরে নন্দনে শো পেল না মিঠুন-দেব অভিনীত 'প্রজাপতি'। আক্ষেপের সুরে ট্য়ুইট করে, দেব বলেন, নন্দন, এবার তোমাকে মিস করব। আর এরপরই প্রজাপতির ডানায় লাগে রাজনীতির রং। 'মিঠুনের জন্যেই সিনেমা ফ্লপ, তাই প্রচারে আসার চেষ্টা,' কটাক্ষ কুণালের। গতকাল এই মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ। এদিন তার পাল্টা জবাব দিলেন সিনেমার প্রযোজক তথা অভিনেতা দেব। যিনি আবার তৃণমূল সাংসদও।
ঠিক কী বলেছিলেন কুণাল ঘোষ?
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, "এই সিনেমাটায় দেবের অভিনয় দারুণ। দেব দারুণ অভিনয় করেছেন। টনিকে পরাণ বন্দ্যোপাধ্যায় সুপারহিট। আর এখানে ডুবিয়ে দিয়ে গিয়েছেন মিঠুনদা। মিঠুনদার অভিনয়ের জন্য ছবিটা ঝাড় খেয়ে গিয়েছে। মিঠুনদাকে দশ গোল দিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এই জায়গায় দাঁড়িয়ে ছবিটাকে টানার জন্য বিজেপি চেষ্টা করছে।'' "সব অভিনেতাই যদি সবকিছু বোঝেন, তাতে সিনেমা ফ্লপ হয় কেন? দেব যে সমস্যায় পড়েছেন, তাতে ওর মনের কথা বলা সম্ভব নয়।'' নন্দনে প্রজাপতি শো না পাওয়া নিয়ে দেবকে কটাক্ষ কুণাল ঘোষের।
পাল্টা কী বললেন দেব?
কোনও বিতর্ক, বিরোধিতা দেখার সময় পাচ্ছি না। আমি দর্শকদের মাঝে রয়েছি। আমার দল বা অন্য দলের অনেকেই নিজেদের মতো করে বক্তব্য রাখছেন। আমার বা মিঠুনদার পক্ষ নিয়ে কথা বলছেন। এসবের মধ্যে পড়বেন না। আমার আর মিঠুনদার উপর এই বিষয়টা ছেড়ে দিন। যত বেশি এটা নিয়ে বিতর্ক তৈরি করবেন, তত এটা নিয়ে মানুষ ভয় পেয়ে যাবেন। মানুষ ভালবেসে আসছে ছবিটা দেখতে। এরপর ভয় পেলে সেটা হবে না। সবমিলিয়ে বাংলা ছবির ক্ষতি হবে। কুণালবাবু বর্ষীয়ান একজন মানুষ। এটা ওঁর ব্যক্তিগত মত। আমার যদি মনে আবার ছবিতে মিঠুনদাকে নেব।
প্রজাপতি ছবির অভিনেতা দেব এবং মিঠুন চক্রবর্তী দুজনই দুই রাজনৈতিক দলের সদস্য়। দেব তৃণমূলের সাংসদ। আর মিঠুন চক্রবর্তী বিজেপির সদস্য়। মতাদর্শগত পার্থক্য থাকলেও অভিনয়ের মাঝে রাজনীতি গুরুত্বপূর্ণ নয়, সেটা একাধিকবার তাঁরা তুলে ধরেছেন তাঁদের বক্তব্যে। এমনকী সৌজন্যের রাজনীতির পক্ষে সওয়াল করেছেন দুজনই।
আরও পড়ুন: Kunal Ghosh: 'মিঠুনের ফ্লপ অভিনয়ে দাগ কাটেনি ছবি, হিট করতে বিতর্ক বিজেপির'