Kunal Ghosh: 'মিঠুনের ফ্লপ অভিনয়ে দাগ কাটেনি ছবি, হিট করতে বিতর্ক বিজেপির'
Projapati: দেবের 'প্রজাপতি' নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া কুণাল ঘোষের
কলকাতা: একটি সিনেমা। অভিনয় করেছেন তাবড় সব অভিনেতা-অভিনেত্রী। সেই সিনেমাই এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এবার দেবের 'প্রজাপতি' সিনেমা নিয়ে মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, 'গরুর দুধ থেকে সোনা মডেলে দিলীপ ঘোষ সমালোচনা করছেন। আসলে প্রজাপতি ছবিতে দেব ভাল অভিনয় করলেও মিঠুন পারেননি। মিঠুন চক্রবর্তীর ফ্লপ অভিনয়ের জন্য প্রজাপতি ছবি দাগ কাটতে পারেনি। তাই ছবিকে হিট করতে বিজেপি এখন বিতর্ক টানার চেষ্টা করছে'।
মুখ খুলেছিলেন দিলীপ:
দেবের সিনেমা 'প্রজাপতি' নন্দনে শো পায়নি। তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। তাতে লেগেছে রাজনীতির রং। এই নিয়ে মুখ খুলেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'মিঠুন বিজেপি নেতা বলেই নন্দনে 'প্রজাপতি' মুক্তি পায়নি। বাংলায় তৃণমূল না করলে সিনেমায় সুযোগ পাবেন না। তৃণমূল না করলে সিনেমা রিলিজের হল পাওয়া যায় না।' তিনি আরও বলেন, 'যেন বাপের সম্পত্তি। পার্টির সম্পত্তি। মিসইউজ চলছে। যাদের নামে লোক হলে আসে, তাদের দুরে রাখার চেষ্টা চলছে। রাজ্যের সুপার স্টার মিঠুন চক্রবর্তী। বহুদিন পর একটা বাংলা ছবি করলেন। লোকে মুখিয়ে আছে। এতো সুন্দর হল (নন্দন) সেখানে শো দেওয়া হল না।' দিলীপের দাবি, 'দেব কে তৃণমূল ব্যবহার করেছে। একসময় সিনেমা রিলিজ বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জোর করে টিকিট দিয়ে ওকে সাংসদ করেছে। এদের কাছে আর কিছু আশা করা যায়না। এরা রাজনীতি ছাড়া আর কিচ্ছু বোঝে না।'
দেবের ট্যুইট:
শো না পাওয়া নিয়ে দেব ট্যুইটও করেন, 'নন্দনকে এবার খুবই মিস করব। তবে কোনও ব্যাপার নয়। আবার দেখা হবে।'
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা শহর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'নন্দনে শো না পাওয়ার বিষয়টির কারণ হল যে, নন্দনে ছবি দেখানোর বুকিং হয়। আগে থেকে সেই বুকিং সেরে রাখতে হয় সংশ্লিষ্ট ছবির সঙ্গে যুক্ত রয়েছেন যাঁরা, তাঁদের। এই বুকিংয়ের বিষয়টি মুখ্যমন্ত্রীর হাতে নেই। হতে পারে 'প্রজাপতি' ছবির জন্য আগে চিঠি দেওয়া হয়নি। অন্য কেউ আগে চিঠি দিয়েছেন। তাই মিঠুন চক্রবর্তী রয়েছেন বলে প্রজাপতি শো পেল না , তা সত্য নয়। কারণ ওই ছবিতে দেবও রয়েছেন।'
বিষয়টি নিয়ে পরে মুখ খুলেছেন দেব:
এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিজের অবস্থান জানিয়ে দেব বলেন, 'আমার কাছে সিনেমা আগে। রাজনীতির জন্য নয়, সিনেমার জন্য দেব হয়েছি আমি প্রয়োজনে আবার মিঠুনকে নিয়ে কাজ করব।' তাঁর কথায়, 'আমার কোনও দুঃখ হয়নি। নন্দনে শো পাওয়া, না পাওয়া, আলাদা বিষয়। শুধু এটুকু বলার ছিল যে, নন্দনে যে টাকায় সিনেমা দেখানো হয়, সেখানে যা পরিবেশ, তাতে মধ্যবিত্তের পকেটে টান পড়ে না।' দেব আরও বলেন, 'এর পরও যদি আমার কাছে এমন চিত্রনাট্য আসে, যেখানে মিঠুনকে লাগবে, আবারও ওঁকে নিয়ে ছবি করব। আমার কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত, সিনেমাই সবকিছু। কোনও দিন সিনেমার মধ্যে রাজনীতি ঢোকাইনি, আবার সিনেমার মধ্যেও রাজনীতি ঢোকাইনি। দু'টো আলাদা জগৎ আমার কাছে। যথেষ্ট সৎ ভাবে দুই জগতের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছি। একজনও বলতে পারবেন না, কোনও দিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ বের করার চেষ্টা করেছি বা রাজনৈতিক রংয়ের জন্য কাউকে বলছি, তুমি আমার সঙ্গে কাজ করতে পারবে না।'
আরও পড়ুন: করোনা মোকাবিলায় সতর্কতা, ৩টি হাসপাতালকে চিহ্নিত করল স্বাস্থ্য দফতর