East Burdwan: রায়নায় নৃশংসভাবে খুন বড়বাজারের ব্যবসায়ী, জখম বন্ধু, আটক ২
রাত সাড়ে ৮টা নাগাদ ছাদে রান্না চলছিল, এমন সময়ে কেউ ডাকছে বলে নীচে যান ব্যবসায়ী, তারপর...
কমলকৃষ্ণ দে, রায়না: পূর্ব বর্ধমানের রায়নায় দেশের বাড়িতে গিয়ে নৃশংসভাবে খুন বড়বাজারের ব্যবসায়ী। গুলি করে, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে।
ধারাল অস্ত্রের আঘাতে জখম ব্যবসায়ীর বন্ধু। রায়নার দেরিয়াপুর গ্রামের ঘটনা। মৃতের নাম সব্যসাচী মণ্ডল। এই ঘটনায় আটক ২। স্থানীয় সূত্রে খবর, হাওড়ার বাসিন্দা ওই ব্যবসায়ী গতকাল এক বন্ধুকে নিয়ে দেশের বাড়িতে বেড়াতে যান। সঙ্গে ছিলেন গাড়িচালক ও রাঁধুনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যবসায়ী তাঁর পরিবারের সঙ্গে থাকতেন হাওড়ার শিবপুরে। কলকাতার বড়বাজারের তাঁদের বড় ব্যবসা আছে।
আরও পড়ুন: কাঁকুলিয়ায় গাড়ির চালককে খুনের পর সুবীর চাকীকে খুন করা হয়েছিল, খবর পুলিশ সূত্রে
শুক্রবার সব্যসাচী মণ্ডল তাঁর এক বন্ধু রাজবীর সিংহকে সঙ্গে নিয়ে দেরিয়াপুর গ্রামের দেশের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ব্যবসায়ীর বন্ধুর দাবি, রাত সাড়ে ৮টা নাগাদ ছাদে রান্না চলাকালীন নীচে কেউ ডাকছে বলে জানান বছর চুয়াল্লিশের সব্যসাচী।
গুলির আওয়াজ পেয়ে নীচে নেমে দেখা যায়, চারজন মিলে ব্যবসায়ীকে কোপাচ্ছে। বাঁচাতে গেলে ব্যবসায়ীর বন্ধুও আক্রান্ত হন বলে অভিযোগ।
গুরুতর জখম ব্যবসায়ীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। রাঁধুনি ও গাড়িচালককে আটক করেছে রায়না থানার পুলিশ।
আরও পড়ুন: কর্পোরেট কর্তা সহ জোড়া খুনের কিনারা! গ্রেফতার মিঠু হালদার, তাঁর পলাতক ছেলের খোঁজ পুলিশের
এসডিপিও (বর্ধমান দক্ষিণ) আমিনুল ইসলাম খাঁন জানিয়েছেন,“ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেরিয়াপুরের বাড়িতে রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ব্যবসায়ীর দেহের একাধিক জায়গায় আঘাতের ক্ষত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বোঝা যাবে কি জাতীয় জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল। তদন্ত এখন একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।
তবে কারা কি কারণে ব্যবসায়ীকে খুন করল সেই বিষয়টি এখনও পুলিশের কাছে পরিস্কার নয়।