East Burdwan News: নকলের বদলে আসল সোনার গয়না চুরি ! গ্রাহক সেজে পার পেল না 'চক্র'-র ১ মহিলা
East Burdwan Gold Shop Crime: নকল সোনার গয়না পরে সোনার দোকানে গিয়ে, আসল সোনার গয়না বদলে নিত এক মহিলা চক্র। অভিনব পদ্ধতিতে চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল চক্রের এক মহিলা।
রাণা দাস, পূর্ব বর্ধমান: নকল সোনার গয়না পরে সোনার দোকানে গিয়ে, আসল সোনার গয়না (Gold Jewellery) বদলে নিত এক মহিলা চক্র। অভিনব পদ্ধতিতে চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল চক্রের এক মহিলা। মহিলার কাছে থাকা ব্যাগ থেকে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের সোনার গহনা -সহ নগদ ৩৩ হাজার টাকা উদ্ধার করল কাটোয়া থানার পুলিশ (Police)।
পুস্পা খাতুন নামে ওই মহিলা কাটোয়ার কাছারি রোডের জুয়েলারি দোকানে সোনার আংটি কিনতে এসেছিল। দোকানের কর্মচারীরা মহিলাকে সোনার আংটি দেখাচ্ছিলেন। পুষ্পা খাতুন নিজের আঙুলে আংটি পরে দেখতে দেখতে তার আঙুলে থাকা একটি নকল সোনার আংটি খুলে দোকানের বক্সে রেখে আসল সোনার আংটি পরে চম্পট দেয়। মহিলা চলে যাওয়ার পর দোকানের কর্মচারীদের এই ঘটনা নজরে আসে। দোকানের তরফ থেকে কাটোয়া থানায় বিষয়টা জানানো হয়। পুলিশ খুঁজতে শুরু করে ঘন্টা খানেকের মধ্যেই কাটোয়া স্টেশনের কাছ থেকে পুষ্পা খাতুন নামে মহিলাকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে কাটোয়া শহরের স্টেশন রোডে।সোনার গহনা চুরির অভিযোগে ধৃত পুষ্পা খাতুনের বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার কুলারি গ্রামে। পুষ্পার বিরুদ্ধে এর আগেও সোনার দোকানে চুরির অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, এই প্রথমবার নয়, আগেও এমন ঘটনা ঘটেছে। গতমাসে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে সোনার দোকানে অভিনব উপায়ে চুরি করে পালিয়েছিল দুই যুবক। পুলিশ সূত্রে খবর, কামালগাজির মোড়ে ওই সোনার দোকানে মাদুলি কিনতে দুই যুবক আসে। রুপোর মাদুলি কিনে তারা টাকাও দেয়। তারপর কথায় কথায় দোকান মালিককে ব্যস্ত রেখে লক্ষাধিক টাকার সোনার গয়না হাতসাফাই করে। দুই যুবক চলে যাওয়ার পর বিষয়টি নজরে পড়ে মালিকের। গোটা ঘটনা ধরা পড়েছে দোকানের সিসি ক্যামেরায় (CCTV)। নরেন্দ্রপুর থানায় দায়ের হয় অভিযোগ।
আরও পড়ুন, ডিসেম্বরের শুরুতে পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ?
পুলিশ সূত্রে খবর, দুই অভিযুক্ত প্রায় প্রায় ১৫০ গ্রাম সোনার গয়না চুরি করে চম্পট দেয়। যার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাদের দুজনের মাথায় টুপি ছিল। মূলত হিন্দিতেই কথা বলতে থাকে। মাদুলি কেনার পর তার টাকাও মিটিয়ে দেয়। কিন্তু এরপর সোনার গয়না কেনার জন্য দোকান মালিককে গয়না দেখাতে বলে। সেই ফাঁকে থাকা ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের সোনার গয়না নিয়ে নেয়। অভিযোগ জানানোর পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামে নরেন্দ্রপুর থানার পুলিশ। পাশাপাশি জলপাইগুড়ি শহরে অভিনব চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। চুরি করে গৃহস্থের বাড়িতে চিঠি পাঠায় চোর। নথি ফেরতের শর্ত দিয়ে দাবি করা হয় লক্ষাধিক টাকা। জলপাইগুড়ির ওয়াকারগঞ্জে চুরির পর ব্ল্যাকমেলের এই নজিরবিহীন ঘটনাই সবাইকে চমকে দিয়েছে।