Memari Body Recovery:ঘরের ভিতর থেকে গলার নলি কাটা দেহ উদ্ধার গৃহবধূর, হইচই মেমারিতে
Housewife Body Found:ঘরের ভিতর থেকে গৃহবধূর গলার নলি-কাটা দেহ উদ্ধার কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মেমারি শহরের সুলতানপুরে। মৃতের নাম প্রতিমা চক্রবর্তী, বয়স ৩৮ বছর।
কমলকৃষ্ণ দে, মেমারি: ঘরের ভিতর থেকে গৃহবধূর গলার নলি-কাটা দেহ উদ্ধার কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মেমারি (Memari Housewife Body Recovery) শহরের সুলতানপুরে। মৃতের নাম প্রতিমা চক্রবর্তী, বয়স ৩৮ বছর। তাঁর স্বামী মেমারিতে থাকেন না। কে বা কারা এই খুন করেছে, কোন উদ্দেশ্যে এই খুন করা হয়েছে, তা খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ।
আর যা...
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর,মেমারির সুলতানপুরের বাসিন্দা তথা মৃতার স্বামী হৃদয় চক্রবর্তী রাঁধুনির কাজ নিয়ে মেমারির বাইরে গিয়েছিলেন। ফলে বাড়িতে একাই ছিলেন তাঁর স্ত্রী। পরিজনদের দাবী, গত শনিবার রাত ৮ নাগাদ মেমারির চকদিঘিমোড় এলাকায় বোনের দোকানে যান প্রতিমা। এরপর রাত ১০টা নাগাদ বোন বাড়ি ফিরে দিদিকে ডাকাডাকি করেন। কিন্তু সাড়া পাননি। বাধ্য হয়ে জোর করে দরজা খুলতেই দেখেন যে গলার নলি কাটা ও রক্তাক্ত অবস্থায় বাড়ির মেঝেতে পড়ে রয়েছেন দিদি। এর পর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে অনুমান, কোনও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে গৃহবধূকে। কিন্তু কেন? কে বা কারা ঠিক কোন উদ্দেশ্যে খুন করল? কী ভাবে মারা হল গৃহবধূকে? নেপথ্য়ে ঠিক কী কাজ করেছে? সবটাই খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ। এই ধরনের নৃশংস হত্যার খবর ছড়িয়ে পড়ায় তীব্র আলোড়ন তৈরি হয় সুলতানপুরে। ঘটনার বীভৎসতা হঠাৎ মনে করিয়ে দিয়েছে মুম্বইয়ের রূপল ওগর নামে এক তরুণীর কথা। পেশায় বিমানসংস্থার শিক্ষানবিশ বিমানসেবিকা ছিলেন রূপল। আদতে ছত্তিসগঢ়ের বাসিন্দা হলেও কাজের সূত্রে মুম্বইয়ে চলে যান। সেখানে, আন্ধেরির ফ্ল্যাট থেকে তাঁর গলাকাটা দেহ উদ্ধার হয়েছিল গত সেপ্টেম্বরে।
বিশদ...
রূপলের খুনে মূল অভিযুক্ত সন্দেহে বিক্রম অটওয়াল নামে এক ৪০ বছরের ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। প্রাথমিক ভাবে খবর, রূপল যে হাউজিং সোসাইটিতে থাকতেন, সেখানকার ঝাড়ুদার হিসেবে কাজ করতেন বিক্রম। জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর স্ত্রীকেও। মুম্বইয়ের ফ্ল্যাটে বোন এবং বোনের বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতেন ২৫ বছরের তরুণী। তদন্তে জানা যায়, রূপলের বোন ও তাঁর প্রেমিক ঘটনার সময় সেখানে ছিলেন না। এদিকে ঘটনার দিন মেয়েকে বার বার মোবাইল ফোনে চেষ্টা করেও পাননি তরুণীর মা-বাবা। তখনই কিছু একটা সন্দেহ করেছিলেন তাঁরা। মুম্বইয়ে তরুণীর বন্ধুদের তাই একবার মেয়ের ফ্ল্যাটে গিয়ে খোঁজখবর নিতে অনুরোধ করেন। কিন্তু বন্ধুরা দেখেন, তাঁর ফ্ল্যাট ভিতর থেকে বন্ধ করা ছিল। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দরজা ভেঙে ঢোকে। দেখে, রক্তের মধ্যে ভাসছেন রূপল। তাঁর গলার নলি কাটা।
আরও পড়ুন:প্রবল বর্ষণের পূর্বাভাস বঙ্গে, ভারী বৃষ্টির সতর্কতা এই জেলাগুলিতে