Weather Update: প্রবল বর্ষণের পূর্বাভাস বঙ্গে, ভারী বৃষ্টির সতর্কতা এই জেলাগুলিতে
Weather Forecast: নির্ধারিত সময়ের এবার বেশ কিছুটা দেরিতে দক্ষিণবঙ্গে ঢুকেছে বর্ষা। অন্যদিকে, উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বর্ষা প্রবেশ করেছে।
কলকাতা: খাতায় কলমে বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) । সকাল থেকেই মুখভার আকাশের। মাঝেমধ্যেই ঝেঁপে নামছে বৃষ্টি। সপ্তাহান্তে জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। একই পরিস্থিতি উত্তরবঙ্গেও। তিন জেলায় জারি কমলা সতর্কতা (Orange Alert)। বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি।
বৃষ্টির পূর্বাভাস বঙ্গজুড়ে: নির্ধারিত সময়ের এবার বেশ কিছুটা দেরিতে দক্ষিণবঙ্গে ঢুকেছে বর্ষা। অন্যদিকে, উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বর্ষা প্রবেশ করেছে। আর রাজ্যের দুই প্রান্তেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ রবিবার, দক্ষিণের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে সহ দক্ষিণের অন্যান্য জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মালদা ও দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় মূলত মেঘলা আকাশ। বজ্র বিদ্য়ুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনের তুলনায় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
- 30.06.24: ভারী বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।
- 03.07.24: নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই দুদিনই দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গের আবহাওয়া
- 30.06.24
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, মালদা, দুই দিনাজপুরে।
- 01.07.24
ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পঙে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। হলুদ সতর্কতা জারি দুই দিনাজপুরে।
- 02.07.24
আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে এবং মালদায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
- 03.07.24
জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: North 24 Parganas: ঝিল থেকে মাটি তোলার কাজ শুরু, জলাভূমি ভরাট রুখতে তৎপরতা নিউ ব্যারাকপুরে