Purba Burdwan : নির্ঘণ্ট ঘোষণা হয়নি, রাজ্যে বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরে মেমারিতে প্রচার তৃণমূলের
TMC begins campaign at Memari : রাজ্যের শতাধিক পুরসভায় ভোটের চূড়ান্ত দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই ভোটের স্লোগান শোনা গেল পূর্ব বর্ধমানের মেমারিতে
কমলকৃষ্ণ দে, মেমারি (পূর্ব বর্ধমান) : পুরভোটের নির্ঘণ্ট ও প্রার্থী তালিকা ঘোষণার আগেই পূর্ব বর্ধমানের মেমারিতে (Memari) বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করে দিল তৃণমূল (TMC)। তুলে ধরা হল রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের খতিয়ান। তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব এসেছে, শাসক শিবির থেকেও।
রাজ্যের শতাধিক পুরসভায় ভোটের চূড়ান্ত দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই ভোটের স্লোগান শোনা গেল পূর্ব বর্ধমানের মেমারিতে! মেমারি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন শহর তৃণমূল সভাপতি। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল তুলে ধরে পুরভোটে তৃণমূলকে জেতানোর আর্জি জানানো হয়।
মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল বলেন, পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী যেই এখানে নির্বাচিত হোক না কেন, তাঁকে আপনারা জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। পাড়ার উন্নয়নের স্বার্থে, লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার স্বার্থে, বা স্বাস্থ্যসাথী, কন্যাশ্রীর জন্য আপনারা জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। করোনা পরিস্থিতিতে সভা, সমিতি বন্ধ। বাড়ি বাড়ি প্রচারে জোর দিচ্ছি। সব ওয়ার্ডে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে জয়যুক্ত করার জন্য আবেদন জানাচ্ছি।
আরও পড়ুন ; নির্ঘণ্ট ঘোষণার আগেই কোচবিহার শহরে পুরভোটের প্রচার শুরু তৃণমূল, উন্নয়ন-প্রশ্নে তরজা
২৭ ফেব্রুয়ারি তারা রাজ্যের শতাধিক পুরসভায় ভোট করাতে চায় বলে হাইকোর্টে প্রস্তাব দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সেবিষয়ে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি। তার আগেই, মেমারিতে তৃণমূলের পুরভোট তৎপরতাকে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির।
বিজেপির বর্ধমান সদর সাংগঠনিক জেলা সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, গত পুর ভোটে মেমারিতে উড়ালপুল, গার্লস স্কুল, উন্নত নিকাশির প্রতিশ্রুতি দিয়ে জিতেছিল। একটাও পূরণ হয়নি। এখন করোনা বিধি শিকেয় তুলে ভোট ঘোষণার আগেই প্রচার শুরু করেছে। মেমারিবাসী যোগ্য জবাব দেবে।
যদিও স্বপন ঘোষাল বলেন, জেলায় এবং মেমারিতে বিজেপি বলে কিছু নেই। ঘরে বসে সমালোচনা করাই ওদের কাজ। তৃণমুল কংগ্রেস সারা বছরই মানুষের পাশে আছে এবং থাকবে।
গত পুরভোটে মেমারি পুরসভার ১৬ ওয়ার্ডের মধ্যে ১১টিতে জিতেছিল তৃণমূল। পুরবোর্ডের মেয়াদ ফুরনোর পর প্রশাসক বসিয়ে কাজ চলছে। এবার পুরভোটে কী হবে? সেটাই দেখার।