Purba Bardhaman News: তীব্র গরমে নাগরিকদের সচেতনতায় মাইকে প্রচার, হেল্পলাইন নম্বর চালু কাটোয়া পুরসভার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কাটোয়া (Katwa) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মাইকের মাধ্যমে তীব্র গরম ও এই দাবদাহের সম্পর্কে পথচলতি মানুষকে সচেতন করতে মাইকিং করা হয় কাটোয়া পুরসভার পক্ষ থেকে।
![Purba Bardhaman News: তীব্র গরমে নাগরিকদের সচেতনতায় মাইকে প্রচার, হেল্পলাইন নম্বর চালু কাটোয়া পুরসভার Purba Bardhaman News: katwa municipality start hot weather awareness micking Purba Bardhaman News: তীব্র গরমে নাগরিকদের সচেতনতায় মাইকে প্রচার, হেল্পলাইন নম্বর চালু কাটোয়া পুরসভার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/28/31edcb57fa7197915cb08ee28443723e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রানা দাস, পূর্ব বর্ধমান: গরমের দাবদাহে (Heat Wave) অস্থির হয়ে পড়েছে প্রাণীকূল। মানুষ থেকে পশু পাখীরা তীব্র গরমে কাহিল হয়ে পড়ছেন। কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন। এবার গরমের দাবদাহ থেকে নাগরিকদের সচেতন করতে মাইকে প্রচার শুরু করল কাটোয়া (Katwa) পুরসভা। দেখা হল হেল্পলাইন নম্বরও।
কাটোয়া পুরসভার হেল্পলাইন নম্বর-
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কাটোয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মাইকের মাধ্যমে তীব্র গরম ও এই দাবদাহের সম্পর্কে পথচলতি মানুষকে সচেতন করতে মাইকিং করা হয় কাটোয়া পুরসভার পক্ষ থেকে। পুরসভার পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। সাধারণ মানুষকে সচেতন করাকালীন অত্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে। কাটোয়া পুরসভার কাজে আসা নাগরিকদের জন্য পুরসভার প্রবেশ পথে ওআরএস দেওয়া জলের ব্যবস্থাও করা হয়েছে বলে জানা গিয়েছে। কেউ যদি গরমে অসুস্থ বোধ করেন বা গরমে কারও কোনও শারীরিক সমস্যা হয়, তাহলে কাটোয়া পুরসভার চালু করা হেল্পলাইন নম্বর ৬২৯৬৪৩৪৭২১ নম্বরে ফোন করার কথাও বলা হচ্ছে। সাধারণ মানুষে কাছে মাইকে আবেদন কর হচ্ছে যে, তাঁরা যেন এই তীব্র গরমে বাড়িতে থাকেন এবং যেকোনও অসুস্থতায় হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন।
আরও পড়ুন - Purba Bardhaman News: গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, গ্রেফতার স্বামী ও শ্বশুর
প্রসঙ্গত, অন্যদিকে, দারুণ দহনের মধ্যেই বাঁকুড়ায় নামমাত্র বৃষ্টি হয়েছে। তাপপ্রবাহ পরিস্থিতির মধ্যেই বাঁকুড়ায় মাত্র ৮ মিনিটের বৃষ্টি হয়েছে। বাঁকুড়ার মতোই বীরভূম ও দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। কিন্তু, সামগ্রিকভাবে স্বস্তির বৃষ্টির এখনও অধরা। আরও ২-৩দিন একই ধরনের গরম থাকবে দক্ষিণবঙ্গে। বেশ কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি থাকবে। তার পাশাপাশি বৃষ্টি শূন্য পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন। আগামী রবিবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। সেক্ষেত্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)