Mahakumbh Fire Incident: ফের মহাকুম্ভে বিপর্যয়, দাউদাউ আগুন, পুড়ে ছাই তাঁবু !
Mahakumbh Fire Incident: মহাকুম্ভে পরপর বিপর্যয়,দিল্লিতে মৃত্যুমিছিল, ফের আগুন!

নয়াদিল্লি: মহাকুম্ভে পরপর বিপর্যয়, দিল্লিতে মৃত্যুমিছিল, ফের আগুন! কিছুতেই অঘটন থামছে না । মহাকুম্ভে সেক্টর ৮-এ পুড়ে ছাই তাঁবু। তাঁবু খালি থাকায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা।
মহাকুম্ভে বারবার ফিরছে অগ্নিকাণ্ড। গত ১৯ জানুয়ারি মহাকুম্ভে অগ্নিকাণ্ড লেগে তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তার ঠিক পরেই ২৯ জানুয়ারি মহাকুম্ভে ২জায়গায় পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। একই মাসে ৩০ জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। এদিকে চলতি মাসের ৩ তারিখ মহাকুম্ভে হট বেলুন ফেটে ৬ পুণ্যার্থী আহত হন। আর এদিন ১৭ ফেব্রুয়ারি ফের ফিরল ভয়াবহ স্মৃতি।
অপরদিকে, মহাকুম্ভে যাওয়ার পথেও বিপর্যয়ের ঘটনা ঘটেছে নয়াদিল্লিতে। এবার নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ৩ শিশু ও ১১ জন মহিলা-সহ মৃত্যু হল ১৮ জনের। আহতের সংখ্যা ২০-র বেশি। গতকাল রাতে প্রয়াগরাজে যাওয়ার নয়াদিল্লি স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় ছিলেন যাত্রীরা। ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল প্রয়াগরাজ এক্সপ্রেস। স্বতন্ত্র সেনানী ও ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস লেট থাকায় স্টেশনে ভিড় উপচে পড়ে।
সবথেকে বেশি ভিড় ছিল ১২, ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে। প্রয়াগরাজ এক্সপ্রেসে ওঠার জন্য হুড়োহুড়ি শুরু হয়। ১৪ এবং ১৬ নম্বর প্ল্যাটফর্মে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। যাত্রীদের অভিযোগ, একদিকে বারবার প্ল্যাটফর্ম বদলের ঘোষণা, আরেক দিকে ট্রেনে উপচে পড়া ভিড় সত্ত্বেও গতকাল রাতে প্রায় দেড় হাজার জেনারেল টিকিট বিক্রি হয়েছিল নয়াদিল্লি স্টেশনে। মাত্রাতিরিক্ত ভিড়ের চাপেই এই ঘটনা বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে রেলের ভূমিকা। প্রশ্ন উঠছে, কুম্ভ যাওয়ার জন্য ভিড় হচ্ছে জেনেও কেন বেশি ট্রেন চালানো হল না? ট্রেনে উপচে পড়া ভিড় সত্ত্বেও কেন নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না? মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিলের পরও কেন সতর্ক ছিল না প্রশাসন? পদপিষ্টের ঘটনাকে প্রথমে গুজব বলে দাবি করে রেল। পরে দুর্ঘটনার কথা স্বীকার করে রেল কর্তৃপক্ষ। কেন এই ঘটনা ঘটল, তা জানতে দুই সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আরও পড়ুন, মাঝরাতে ATM-এর ভিতর ইট ভাঙার শব্দ ! আপনার টাকা নেই তো ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)





















