![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Purba Burdwan: ৬ মাসের সন্তানকে বিক্রি করে এসে টাকা নিয়ে বিবাদ দম্পতির ! কাটোয়া পুলিশের 'জালে' অভিযুক্ত ৪
Katwa : সোমবার বিকালে কাটোয়া স্টেশন বাজার এলাকার ঘটনা। প্রকাশ্যে বিবাদমান এক দম্পতিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ
![Purba Burdwan: ৬ মাসের সন্তানকে বিক্রি করে এসে টাকা নিয়ে বিবাদ দম্পতির ! কাটোয়া পুলিশের 'জালে' অভিযুক্ত ৪ Purba Burdwan News : Katwa police arrest two couples for alleged involvement in child sale Purba Burdwan: ৬ মাসের সন্তানকে বিক্রি করে এসে টাকা নিয়ে বিবাদ দম্পতির ! কাটোয়া পুলিশের 'জালে' অভিযুক্ত ৪](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/05/f6ce4c632f71db77f29fc99e2abfb39a1693912475198170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাণা দাস, কাটোয়া : কথাতেই আছে, ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করা সন্তান ! অভাবের তাড়নায় সেই সন্তানকেই টাকার বিনিময়ে বিক্রির আভিযোগে গ্রেফতার করা হল এক দম্পতিকে। সঙ্গে পুলিশের জালে ধরা পড়ল সেই নিঃসন্তান দম্পতিও যারা দেড় লক্ষ টাকার বিনিময়ে বাচ্চাকে নিয়ে বিক্রিকারী দম্পতিকে অন্যত্র চলে যেতে বলেছিল বলে অভিযোগ।
সোমবার বিকালে কাটোয়া স্টেশন (Katwa Station) বাজার এলাকার ঘটনা। প্রকাশ্যে বিবাদমান এক দম্পতিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক করা হয় বুনি বারুই সরকারকে। তার কাছে থাকা একটি ব্যাগ থেকে লাখখানেক টাকা উদ্ধার হয়। তখনই সন্দেহ বাড়ে পুলিশের। এরপর স্বামী অচিন্ত্য সরকার ও বুনিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। টানা জিজ্ঞাসাবাদে শিশু বিক্রির বিষয়টি উঠে আসে। অচিন্ত্য ও বুনির কাছে শিশুর ক্রেতার নামও জানতে পারে কাটোয়া থানার পুলিশ। এরপর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিম বর্ধমানের (Paschim Burdwan) উখড়া আনন্দপল্লি থেকে সুভাষ পণ্ডিত ও চম্পা দেবী নামে এক দম্পতিকে গ্রেফতার করে, শিশুটিকে উদ্ধার করে কাটোয়া থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশি জেরায় শিশু বিক্রির কথা স্বীকার করে নিয়েছে ধৃত দম্পতি অচিন্ত্য ও বুনি। বুনি বলে, অভাবের তাড়নায় বাচ্চা বিক্রি করেছি। দেড় লক্ষ টাকার বিনিময়ে পুত্রসন্তানকে কেনার পর সুভাষ ও চম্পা তাদের এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বলেছিল।
উখড়া থেকে কাটোয়ায় ফিরে আসার পরে বাচ্চা বিক্রির অভিযোগে দম্পতি ও ক্রেতা দম্পতিকে গ্রেফতার করে পুলিশ।পশ্চিম বর্ধমানের উখড়ার দম্পতির কাছে বুনি ও অচিন্ত্য তাদের ছয় মাসের পুত্রসন্তানকে অর্থের অভাবে বিক্রি করে দেয় বলে দাবি। প্রতিবেশী নিঃসন্তান দম্পতি দেড় লক্ষ টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে তাদের শর্ত দেয়, এলাকা ছেড়ে চলে যেতে হবে। তাই ছেলেকে বিক্রি করে দম্পতি চলে আসে কাটোয়ায়।
শিশুর ক্রেতার দাবি, অচিন্ত্য সরকার স্ত্রীকে নিয়ে নিজের বসতবাড়ি কাটোয়া থানার পলসোনা গ্রামে ফিরে আসছিল। কিন্তু কাটোয়া শহরের রাস্তায় টাকা নিয়ে দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়। দম্পতির বিবাদের জেরে রাস্তায় পথচারীদের ভিড় জমে যায়। তখনই পুলিশ ওই দম্পতিকে আটক করে থানায় নিয়ে আসে। শিশু বিক্রির ঘটনা ফাঁস হয়ে যায়।
আরও পড়ুন ; কীভাবে শিশু বিক্রি চক্রের রমরমা চলছিল ? ধৃত ২ জনকে নিয়ে তল্লাশি আনন্দপুর থানার পুলিশের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)