Purba Burdwan News: 'তোলাবাজি চলবে না, কত বড় গুন্ডা আছে দেখব', তোলাবাজি বন্ধে হুঁশিয়ারি পুলিশ সুপারের
স্টেশনের বাইরে কেউ তোলাবাজি করলে, এক পয়সাও দেবেন না।’ টোটো চালকদের কাছে তোলাবাজি বন্ধে বর্ধমানে এই সুরেই হুঁশিয়ারি পুলিশ সুপারের।
পূর্ব বর্ধমান: ‘কোনও তোলাবাজি চলবে না, কে কত বড় গুন্ডা আছে দেখতে চাই’। তোলাবাজি বন্ধে এমনই হুঁশিয়ারি পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের। বিগত কয়েকদিন ধরেই টোটো চালকদের কাছে তোলা চাওয়ার অভিযোগ উঠছিল। এর প্রেক্ষিতেই এমন হুঁশিয়ারি দিলেন এসপি। এদিন তিনি বলেন, ‘তোলাবাজি চলবে না, বারবার বললাম, দেখতে চাই কড় বড় গুন্ডা আছে। স্টেশনের বাইরে কেউ তোলাবাজি করলে, এক পয়সাও দেবেন না।’ টোটো চালকদের কাছে তোলাবাজি বন্ধে বর্ধমানে এই সুরেই হুঁশিয়ারি পুলিশ সুপারের।
হলদিয়ায় তোলাবাজি: শিল্পাঞ্চলে এই পোস্টার ঘিরেই তৃণমূলের (TMC) শ্রমিক সংগঠনের গোষ্ঠীকোন্দলের অভিযোগ সামনে চলে এল । পূর্ব মেদিনীপুরের (East Midnapur) কোলাঘাট (Kolaghat) তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে বিভিন্ন জায়গায় এমন একাধিক পোস্টার পড়েছে । শ্রমিক ঐক্য মঞ্চের নামে দেওয়া ওই পোস্টারে, শ্রমিক নেতাদের তুলোধোনা করা হয়েছে । তোলা আদায়, শিল্পপতিদের দালালি, শ্রমিকস্বার্থ রক্ষার পরিবর্তে নিজেদের আখের গোছানো, এমন একাধিক অভিযোগ আনা হয়েছে পোস্টারে । তোলাবাজি সহ একাধিক ইস্যুতে শ্রমিক নেতাদের কাঠগড়ায় তুলে কোলাঘাট তাপবিদ্যুৎকেন্দ্রে পোস্টার। তা নিয়ে INTTUC জেলা সভাপতির নিশানায় সংগঠনেরই নেতা! কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP) ।
তোলাবাজি ইস্যু কলকাতাতেও: দুর্নীতি রোধে কলেজে ভর্তিতে এবার কেন্দ্রীয় অনলাইন? কেন্দ্রীয় অনলাইনে মিলল নবান্নের সবুজ সঙ্কেত, এমনই খবর সূত্রের। এই পদক্ষেপের জন্য সরকারকে ধন্যবাদ জানালেন শিক্ষাবিদ পবিত্র সরকার। তিনি বলেন, "সুবুদ্ধিটা সরকারের হয়েছে। তারজন্য সরকারকে ধন্যবাদ। কারণ, এর আগে তো নানা অভিযোগে কান পাতা যাচ্ছিল না। কলেজে ভর্তির জন্য ১৫-২০ হাজার টাকা নেওয়া হচ্ছে, এরকম প্রচুর অভিযোগ এর আগে এসেছে। জানিনা, তোলাবাজি কথাটা বোধহয় তখন থেকেই চালু হল। সরকার নানা জায়গায় ধাক্কা খেয়েছে। আদালতে ধাক্কা খেয়েছে । স্কুলের চাকরিতে নেওয়া হচ্ছিল টাকা, এখনও তো চলছে এরকম অভিযোগ।'
আরও পড়ুন: Malda News: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়