Purba Burdwan Weather : বিভিন্ন জেলায় নেমেছে তাপমাত্রা, পূর্ব বর্ধমানে কি শীতের স্থিতাবস্থা বজায় থাকবে ?
Weather forecast of Purba Burdwan : বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৬০ শতাংশ, ন্যূনতম ৩০ শতাংশ
বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান(Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া(Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। সেই লক্ষ্যেই এই জেলার দৈনন্দিন আবহাওয়ার আপডেট দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।
দেখে নেওয়া যাক আজকের আপডেট কী (এই তথ্যের মেয়াদ ৩ জানুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে ৪ জানুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত) -
সর্বোচ্চ তাপমাত্র- ২৩ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৪ ডিগ্রি সেলসিয়াস
আর্দ্রতার - বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৬০ শতাংশ, ন্যূনতম ৩০ শতাংশ।
আরও পড়ুন ; আরও কমবে তাপমাত্রা? কী পূর্বাভাস পূর্ব মেদিনীপুরের আবহাওয়ার
বঙ্গের আবহাওয়া -
বছরের শুরুতে ফিরল শীত। রবিবারই কলকাতায় ২ ডিগ্রি নেমেছিল পারদ। ছুটির দিনে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা এই সময়ে স্বাভাবিক। সপ্তাহের প্রথম কাজর দিনে তাপমাত্রা আরও একধাপ কমল। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ২৩ ডিগ্রি অবধি। আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। ঝকঝকে দিন। তবে সারাদিনই শিরশিরানি হাওয়া বইবে।
জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। পশ্চিমাঞ্চল জুড়ে ১০ ডিগ্রির কাছাকাছি পারদ। তরাই-ডুয়ার্সে পারদ নেমেছে ১০ ডিগ্রির নীচে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীতের স্থিতাবস্থা বজায় থাকবে।
এদিকে নতুন বছরের আবহে আজ পূর্ব মেদিনীপুরের দিঘায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রি সেন্টিগ্রেড। আকাশ প্রধানত মেঘমুক্ত থাকারই সম্ভাবনা রয়েছে। আজ পূর্ব মেদিনীপুরের(Weather forecast of Purba Medinipur) সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেন্টিগ্রেড। আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস। আগামীকাল মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড।