(Source: ECI/ABP News/ABP Majha)
Purba Midnapore: বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ছড়িয়ে-ছিটিয়ে পরে রয়েছে দেহ!
গ্রামের বেশ কয়েকটি বাড়িতে বাজি কারখানা চলত, জানিয়েছেন স্থানীয়রা। বিস্ফোরণের পর তদন্ত শুরু করেছে পুলিশ।
পূর্ব মেদিনীপুর: এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণে একাধিক ব্যক্তির মৃত্যু আশঙ্কা। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে দেহ। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে বাজি কারখানা চলত, জানিয়েছেন স্থানীয়রা। বিস্ফোরণের পর তদন্ত শুরু করেছে পুলিশ।
উড়ে গেল গোটা বাড়ি। পড়ে রয়েছে শুধু কাঠামো । ঘটনাস্থলে আগুন নেভাতে যায় দমকল। এক স্থানীয় বাসিন্দা বলছেন, জানিনা কিছু। হঠাৎ বম্ব ব্লাস্ট। তারপরেই দেখি কেউ নেই। শ্মশানভূমিতে পরিণত। ২১ টা ফ্যামিলি মারা গেছে। ২১ জন মারা গেছে। ২৩ জন আহত হয়েছে ২ জন বেঁচেছে। পুলিশ শুধু বলছে দেখছি আমরা দেখছি। টাকা খাচ্ছে বসে বসে। পুলিশ পুলিশ পুলিশ। এগরা থানা।
খাদিকুল গ্রামে এলাকা ঘিরে রাখা হয়েছে। আতহ্ক, চাঞ্চল্য। এই বাজি কারখানার ভিতরে কতজন কাজ করছিল। ২ জনের মৃতদেহ রাস্তার ওপরে। পরপর বাজি কারখানা রয়েছে। বিস্ফোরণের পর পড়ে রয়েছে শুধু কাঠামো। ব্যবসা জমে ওঠে। অনেকেই জড়িয়ে পড়েছিল বাজি কারখানার সঙ্গে। শ্রীপুর এলাকা জুড়ে বিভিন্ন জায়াগয় কারখানা। কয়েকদিন আগেই এগরা তে একজন মারা যায়। তখন অভিযান চালিয়ে মাল মশলা বাজেয়াপ্ত। একটা বেআইনি বাজি করাখানা সিল করা হয়। ৪ জনকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। বাড়িতেই ছিল বাজি কারখানা। এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলেছে।
এর আগে চলতি বছরের ২০ মার্চ মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় ৩ জনের।
তার আগে ২০২২-এর ১১ অক্টোবর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় ২ জনের।
৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। ৩ জনের মৃত্যু হয়।
২০২২-এর ১ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ৩ জনের।
মঙ্গলবার সকাল ১১ টা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকূল গ্রাম। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, স্থানীয়রা ছুটে এসে দেখেন, রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দগ্ধ দেহ। গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের।
বিস্ফোরণে উড়ে গেল গোটা বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। বিস্ফোরণের পর দেখা গেল পড়ে রয়েছে শুধু বাড়ির কাঠামোটুকু। আগুন নেভাতে যায় দমকল। ঘটনাস্থলে গেলে, পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এগরার বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি তুলেছে বিজেপি।
আরও পড়ুন: Doctors Diploma Course : মুখ্যমন্ত্রীর 'ডিপ্লোমা' ডাক্তারের প্রস্তাবে 'না' সরকারেরই বিশেষজ্ঞ কমিটির