Panskura News: আবাস যোজনায় টাকা পেলেও বাড়ি করেননি, স্থানীয়দের নামে অভিযোগ BDO-র, রাজনৈতিক তরজাও
Purba Medinipur News: পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) পাঁশকুড়ার (Panskura News) ঘটনা।
পূর্ব মেদিনীপুর: আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) টাকা পেয়েও বাড়ি না করায়, তিন গ্রাহকের বিরুদ্ধে এফআইআর দায়ের বিডিও-র। অভিযোগ, ২০১৯-’২০ অর্থবর্ষে আবাস যোজনায় ৬০ হাজার টাকা পেয়েও বাড়ি তৈরি করেননি ওই তিন জন। যদিও দুই গ্রাহকের দাবি, শরিকি সমস্যার কারণে তাঁরা বাড়ি তৈরি করতে পারেননি তাঁর। অন্য এক গ্রাহক টাকা ফেরত দিয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। বিজেপির দাবি, আবাস যোজনার জন্য তৃণমূলকে কাটমানি দিতে হচ্ছে বলেই বাড়ি তৈরি করতে পারছেন না উপভোক্তারা। অভিযোগ অস্বীকার শাসকদলের।
আবাস যোজনার টাকা পেয়েও বাড়ি করেননি অনেকে
পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) পাঁশকুড়ার (Panskura News) ঘটনা। আবাস যোজনার টাকা নিয়েও বাড়ি তৈরি করেননি বলে অভিযোগ জয়দেব সাউয়ের বিরুদ্ধে। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে তিনি জানান, "আমার শরিকি সমস্যা ছিল কিছু। সমস্যার সমাধান আটকে ছিল। এই এক সপ্তাহ হল সমাধান হয়েছে। বিডিও সাহেবের কাছে সময় চাইব আমি।" বাড়ি তৈরির জন্য ৫০ হাজার টাকা পেয়েছেন বলে জানিয়েছেন জয়দেব।
যদিও এই গোটা ঘটনায় শাসকদল তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এলাকার বিজেপি নেতা প্রতীক পাখিরার অভিযোগ, "তৃণমূল নেতারা আবাস যোজনা থেকে টাকা খান। সেই টাকা নিয়ে নিজেদের দশ তলা বাড়ি হাঁকিয়ে বেড়ান। খবরে তো অহরহ সেই খবর উঠে আসছে! মানুষের প্রাপ্য টাকা আত্মসাৎ করে নিজেদের পকেটে পুরছেন। "
আবাস যোজনা নিয়ে রাজনৈতিক তরজা
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এলাকার তৃণমূল নেতা হানিফ মহম্মদ। তিনি বলেন,, "যাঁরা টাকা নিয়ে বাড়ি ফেরেননি, তাঁদের প্রধানদের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, হয় বাড়ি করুন, নয় টাকা ফেরত দিন। আর বিরোধীদের অসব অভিযোগ ভিত্তিহীন। আমি একটাই কথা বলব, যাঁরা বাড়ি করেননি, সরকার টাকা দিচ্ছে করে নিন। আমরা চাই প্রত্যেকের বাড়ি হোক।"