Jalpaiguri News: জলপাইগুড়িতে বার অ্যাসোসিয়েশনের ভোটে জয় পেল রাম-বাম-কংগ্রেসের অলিখিত মহাজোট
ABP Ananda Live: জলপাইগুড়িতে বার অ্যাসোসিয়েশনের ভোটে জয় পেল রাম-বাম-কংগ্রেসের অলিখিত মহাজোট। ২৩টির মধ্যে ১৩টি আসন নিজেদের দখলে রাখল তাঁরা। মাত্র ১০টি আসনে জিতে মুখরক্ষা করল তৃণমূল কংগ্রেস।
চিলাপাতার জঙ্গল থেকে সৈকতনগরী দিঘা- প্রোমোটার পিটিয়ে উধাও হওয়া অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। ঘটনার সাতদিনের মাথাতেও অধরা অভিযুক্ত জনপ্রতিনিধি। গুলি করে মেরে দিতে পারে, এরা অনেক প্রভাবশালী। আতঙ্কে ভুগছেন আক্রান্ত প্রোমোটার ও তাঁর পরিবার। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বাগুইআটির আক্রান্ত প্রোমোটার কিশোর হালদার বলেন, 'আমি তো মরেও যেতে পারি, আমাকে গুলি করে দিতে পারে, এরা অনেক প্রভাবশালী। আমাকে গুলি করে মেরে দিতে পারে। তার জন্য দায়ী থাকবে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। আমি খুব আতঙ্কের মধ্যে আছি।' আতঙ্কিত প্রোমোটার ও তাঁর পরিবার।কখনও আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গলের রিসর্ট। কখনও সৈকত শহর দিঘার হোটেলে তল্লাশি। কিন্তু কোথায় তোলাবাজি ও প্রোমোটারের ওপর হামলায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী?