Medinipur Weather: আসছে সিত্রাং! ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দুই জেলায়, সাগরে জলোচ্ছ্বাসের আশঙ্কা
Purba and Paschim Medinipur: ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কমতে পারে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ সোমবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা কমবেশি ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ বৃষ্টির জন্য লাল সতর্কতা রয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো হাওয়া বওয়ার এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধের পরেও আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। এদিন UV Index-৩ এর আশেপাশে থাকছে। সোমবার জেলায় হাওয়ার গতিবেগ ১৭-১৮ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। উত্তর উত্তর-পূর্ব দিক থেকে হাওয়া বইবে। মাঝেমধ্যে জেলার কিছু কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। তার গতিবেগ প্রতি ঘণ্টায় ৪০-৪১ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। (Weather forecast of Purba Medinipur-Digha)।
ঘূর্ণিঝড় সিত্রাং:
সমুদ্রের ওপর দিয়ে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে এগোচ্ছে উপকূলের দিকে। ক্রমশ বাড়ছে হাওয়ার বেগ। ঘনাচ্ছে দুর্যোগ-শঙ্কা। আগামীকাল ভোরে বাংলাদেশের তিনকোণা ও সন্দ্বীপের মাঝে ল্যান্ডফল করবে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার।
ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কমতে পারে। দুই মেদিনীরপুর ছাড়া, পার্শ্ববর্তী কিছু জেলাতেও মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর বলছে, সিত্রাং এবং অমাবস্যার কটালের জেরে, সমুদ্রে ৬ মিটার জলোচ্ছ্বাস হতে পারে। এই পরিস্থিতিতে, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য আগাম সতর্ক উপকূলের জেলাগুলো, যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর।
তাজপুর:
তাজপুরে সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। গার্ডওয়ালের পাশে বোল্ডার ফেলে চলছে বাঁধ মেরামতি। জলোচ্ছ্বাসের জেরে সমুদ্র তীরবর্তী গ্রামগুলো যাতে প্লাবিত না হওয়ায়, সেই কারণেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মন্দারমণির দাদনপাত্রবাড়, অরকবনিয়া-সহ বিস্তীর্ণ এলাকায় সমুদ্র বাঁধ না থাকায় তীরবর্তী গ্রামগুলিতে প্লাবনের আশঙ্কা। আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। প্রশাসনের তরফে এখনও কাউকে সরিয়ে নিয়ে যাওয়া হয়নি।
দিঘার পরিস্থিতি:
সকাল থেকে দিঘায় মেঘলা আকাশ রয়েছে। বৃষ্টি শুরু হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামা নিষেধ করা হয়েছে। মাইকে প্রচার চালাচ্ছে স্থানীয় পুলিশ-প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে সাড়ে ৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ ও এসডিআরএফ-কে। এদিকে প্রায় পর্যটকশূন্য শঙ্করপুর। গুটিকয়েক পর্যটক থাকলেও, তাঁদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। সমুদ্র কিছুটা উত্তাল। বইছে ঝোড়ো হাওয়া।
হলদিয়া:
ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। হলদি নদীতে জলস্তর বাড়ছে। ঝোড়ো হাওয়ার পাশাপাশি শুরু হয়েছে বৃষ্টি। হলদি নদীর তীরবর্তী এলাকায় মাইকে প্রচার চালাচ্ছে এনডিআরএফ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখা হয়েছে হলদিয়া-নন্দীগ্রাম ফেরি চলাচল। নন্দীগ্রাম-তেরোপেখিয়া ফেরি চলাচলও আজ ও আগামীকাল বন্ধ। আবহাওয়ার উন্নতি হলে প্রশাসনের সঙ্গে কথা বলে ফের জলপথ পরিবহণ চালু হবে।
আগামীদিনে কেমন আবহাওয়া:
আগামীকাল, মঙ্গলবার ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। বৃষ্টিও হবে, তবে তা সোমবারের তুলনায় কম হবে। আকাশে মেঘ দেখা যাবে। আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। জেলার উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে দিনের বেলায় গড় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। Real Feel তুলনায় বেশি হবে। UV Index-৬-এর আশেপাশে থাকবে।
আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৫ টা বেজে ১১ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৫টা বেজে ৪০ মিনিটে।
পশ্চিম মেদিনীপুর:
সোমবার জেলার তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। real feel- বেশ খানিকটা বেশি হবে। সকাল থেকেই আকাশে মেঘ থাকবে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণেই এমন হবে। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১৮-১৯ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়ে ৮৭ শতাংশের আশেপাশে থাকবে।
মঙ্গলবার সামান্য পাল্টাতে পারে আবহাওয়া। আকাশে মেঘ দেখা যাবে। এদিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তবে তা অনেকটা কম। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। জেলায় এদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭১ শতাংশ, রাতে আপেক্ষিক আর্দ্রতা উঠতে পারে ৮৭ শতাংশে।






















