Digha : নিম্নচাপ ও কটালের জের, দিঘার ৩৫টি হোটেলে ঢুকল জল ; বিপাকে পর্যটকরা
Digha Hotel : আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। যদিও তাঁদের সরিয়ে আনা হয়েছে বলে দাবি করেছে অ্যাসোসিয়েশন।
দিঘা : নিম্নচাপ ও কটালের ফলে সমুদ্রের জলে প্লাবিত দিঘার একাংশ। ওল্ড দিঘায় (Old Digha) জল ঢুকেছে অন্তত ৩৫টি হোটেলে, এমনই দাবি করেছে হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। এদিকে হোটেলের একতলা জলমগ্ন (Waterlogged) হয়ে পড়ায় বিপাকে পড়েন পর্যটকরা (Tourists)। তাঁদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। যদিও তাঁদের সরিয়ে আনা হয়েছে বলে দাবি করেছে অ্যাসোসিয়েশন।
পর্যটকদের নিরাপত্তায় উদ্যোগ প্রশাসনের-
এই পরিস্থিতিতে দিঘাজুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। যাতে পর্যটকরা কোনওভাবেই গার্ডওয়ালের কাছে না চলে যান। এর পাশাপাশি সমুদ্র স্নানে নিয়ন্ত্রণ রাখা হয়েছে। এক পর্যটক জানান, গ্রাউন্ড ফ্লোর জলে ভর্তি হয়েছে গেছে। ৮-১০টি ঘর জল ঢুকে গেছে। প্রায় এক কোমড়-সমান জল।
আরও পড়ুন ; গোসাবার কুমিরমারিতে ফাটল ধরতে শুরু করেছে নদীবাঁধে, প্রবল আতঙ্ক
অন্যদিকে জল ঢুকেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paragana) ফ্রেজারগঞ্জ, কুমিরমারি, হাতিকর্নার, দাসকর্নারের বিস্তীর্ণ এলাকায়। গোসাবার (Gosaba) কুমিরমারিতে ফাটল ধরতে শুরু করেছে নদীবাঁধে। প্রবল আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা।
বিশালাকার ঢেউ, গার্ডওয়াল টপকে মেরিন ড্রাইভের ওপর দিয়ে বইছে জল। কোথাও আবার ত্রিপল দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা। একদিকে, পূর্ণিমার ভরা কটাল। অন্যদিকে, নিম্নচাপের জের। জলমগ্ন দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ, কুমিরমারি, হাতিকর্নার, দাসকর্নারের বিস্তীর্ণ এলাকা।
পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা। সাগরের জলে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। মুহুর্মুহু উপচে পড়ছে ঢেউ। গ্রামেও ঢুকেছে জল। কেউ কেউ উপকূলবর্তী এলাকা থেকে সরে গিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। ফ্রেজারগঞ্জের বাসিন্দা রূপালি দেবনাথ বলেন, বাঁধ দ্রুত মেরামত হোক। আমরা আতঙ্কিত।
এদিকে, জল বেড়েছে গোসাবা ব্লকের কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের কোরানখালি, পুঁইজালি রায়মঙ্গল-সহ বেশ কিছু নদীর। কোরানখালি নদীর দক্ষিণ পাড়ায় ফাটল ধরেছে নদীবাঁধে। ধস নেমেছে কুমিরমারির খুদের খেয়াঘাটে। ত্রিপল দিয়ে নদীবাঁধ বাঁচানোর চেষ্টা করছেন বাসিন্দারা।