Tamluk News: মঞ্চে বসে সুকান্ত, তাঁর সামনেই মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য বিজেপি নেতার, শোনা গেল হাততালি-উচ্ছ্বাস
Purba Medinipur: আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপি-র নবান্ন অভিযান রয়েছে। শাসকদলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগের ভিত্তিতে অভিযানের নাম রাখা হয়েছে 'চোর ধরো, জেল ভরো'।
তমলুক: সভায় গমগম করছে মানষের ভিড়। মঞ্চে বসে রয়েছেন খোদ দলের রাজ্য সভাপতি। তাঁর সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে কুরুচিকর মন্তব্য বিজেপি (BJP) নেতার। নবান্নে (BJP Nabanna March) গিয়ে মুখ্যমন্ত্রীকে 'চড় মেরে গঙ্গায় ফেলে দেওয়া'র কথা বলতে শোনা গেল তমলুক (Tamluk) সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়কে (Tapan Banerjee)। তিনি যখন এই মন্তব্য করছেন, কাউকেই এগিয়ে গিয়ে মধ্যস্থতা করতে দেখা যায়নি। বরং হাসির রোল উঠেতে দেখা যায় সভামঞ্চেও।
বিজেপি-র সভায় মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য
আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপি-র নবান্ন অভিযান রয়েছে। শাসকদলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগের ভিত্তিতে অভিযানের নাম রাখা হয়েছে 'চোর ধরো, জেল ভরো'। তার আগে ১১ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে প্রচারে নেমেছে বিজেপি। সেই সংক্রান্ত একটি সভাতেই যোগ দেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর সামনেই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতে শোনা যায় তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপনকে।
ওই সভার যে ভিডিও সামনে এসেছে, তাতে তপনকে বলতে শোনা যায়, "আগামী ১৩ তারিখ নবান্ন অভিযান। চোর ধরো, জেল ভরো কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে রয়েছেন ছ'তলার উপরে। গালে থাপ্পড় মেরে গঙ্গায় ফেলাব। গালে থাপ্পড় মেরে গঙ্গায় ফেলাব। এত সহজ ব্য়াপার নয়! সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী থাকবেন। আমরা যাব সকলে।"
আরও পড়ুন: Tapas Roy: ‘আমাকে ধরে রাখা কঠিন’, রাজনীতি ছাড়তে চান তাপস রায়, দলকেও জানিয়েছেন তৃণমূল বিধায়ক!
এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূল বিধায়ক তাপস রায়। তিনি বলেন, "অসভ্য, ইতর, বর্বর। বিজেপি নেতা-কর্মীদের যে কোন শব্দে ভূষিত করব, সম্মোধিত করব, মাঝে মাঝে চিন্তা করতে হয়। এ কথা, গণতান্ত্রিক দেশে বলা যায়! কোনও সভ্য দল, তার সদস্য বা কর্মীরা এ কথা বলতে পারেন! বলা যায় না। এক বার চেষ্টা করে দেখতে পারেন!"
নবান্ন অভিযানের আগে জেলায় জেলায় প্রচার বিজেপি-র
এ দিন হাওড়ার উলুবেড়িয়ায় দলের কর্মসূচির প্রচারে নামেন শুভেন্দুও। তিনিও তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে। সেখানে তিনি বলেন, "চোরদের যাঁরা লালিত পালিত করছেন, নবান্নের ১৪ তলায় বসে থাকা চোরদের রানি মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নামাতে আমরা ১৩ সেপ্টেম্বর 'নবান্ন চলো' ডাক দিয়েছি। স্লোগান রাখা হয়েছে, চোরেদের জেলে ভরো, সবাই মিলে ১৩ তারিখ নবান্ন চলো।"