Purba Medinipur: নূপুর শর্মার বিরুদ্ধে কাঁথি থানায় এফআইআর তৃণমূল নেতার
Nupur Sharma Update: বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে দায়ের করলেন তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহেল।
ঋত্বিক প্রধান, কাঁথি, পূর্ব মেদিনীপুর: পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে, পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথি থানায় বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে দায়ের করলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহেল। গতকাল কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
তৃণমূল নেতার দাবি:
এই ঘটনায় দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তৃণমূল (TMC) নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠিও দেবেন বলে জানিয়েছেন।
সম্প্রতি মুখ্যমন্ত্রীর (Chie Minister) তরফে সাংবাদিক বৈঠক করে ঝামেলা না করার বার্তা দেওয়া হয়। আইন (Law) নিজের হাতে না তুলে নেওয়ার বার্তা দেওয়া হয়। তারপরেও অবশ্য বেশ কিছু এলাকায় ঝামেলা হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছিলেন, অভিযোগ থাকলে থানায় অভিযোগ দায়ের করতে। সেই মতোই এদিন এফআইআর দায়ের করা হয়।
পরপর ঝামেলা:
নূপুর শর্মার (Nupur Sharma) মন্তব্যের জেরে, বেশ কয়েকদিন ধরে অগ্নিগর্ভ রাজ্যের বেশ কিছু এলাকা। প্রথমে ডোমজুড়ের কাছে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। টানা ১১ ঘণ্টা ধরে চলে অবরোধ। তারপরেই হাওড়ার বিভিন্ন এলাকায় ছড়ায় বিক্ষোভ। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এমন জায়গায় যায় যে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হয়। হাওয়ার বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে। এর পরপরই গন্ডগোল ছড়ায় মুর্শিদাবাদেও। সেখানে রেজিনগর ও বেলডাঙা উত্তপ্ত হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট ঘিরে ঝামেলা শুরু হয়। একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়। থানা ঘিরে চলে বিক্ষোভ। একাধিক এলাকায় ভাঙচুরের অভিযোগ উঠেছে। বেলডাঙার বড়ুয়া কলোনিতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পয়গম্বর বিতর্কের মধ্যেই সোশাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টের অভিযোগে, পশ্চিম মেদিনীপুরের বেলদায় গ্রেফতার বিজেপি নেতা। ধৃত শিবশঙ্কর জানা বেলদার বেংদা গ্রামের বিজেপির শক্তি প্রমুখ। অভিযোগ, পয়গম্বর বিতর্কের পর, গতকাল সোশাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করেন বিজেপি নেতা। অভিযোগ পেয়ে বেলদা থানার পুলিশ গতকালই তাঁকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু হয়েছে। এই নিয়ে মন্তব্য করতে চাননি ধৃত বিজেপি নেতা। দল এধরনের মন্তব্য সমর্থন করে না, প্রতিক্রিয়া বিজেপি নেতৃত্বের।
আজও থমথমে:
পয়গম্বর নিয়ে বিজেপি (BJP) নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জের। গতকালের অশান্তির পর আজ থমথমে হাওড়ার পাঁচলা।গভীর রাত পর্যন্ত বাহিনী নিয়ে বাঁকড়া, ধূলাগড়, রানিহাটি, অঙ্কুরহাটি-সহ বিভিন্ন এলাকায় টহল দেন হাওড়া সিটি পুলিশের নতুন কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী। অশান্তি এড়াতে ডোমজুড়ের সলপ মোড়, ধূলাগড়-সহ বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল পর্যন্ত গোটা হাওড়া জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। বুধবার পর্যন্ত পাঁচলা, জগৎবল্লভপুরে বলবৎ থাকবে ১৪৪ ধারা। থমথমে মুর্শিদাবাদের রেজিনগর ও বেলডাঙাও। দুটি এলাকাতেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, চলছে পুলিশি টহল। বেলডাঙা ১ ও ২ নম্বর ব্লক এবং রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে উত্তপ্ত বেলডাঙা, চলছে রাজনৈতিক তরজা