Moyna: বিজেপির তরফে অভিযোগ, আজ ময়নায় যাচ্ছে জাতীয় এসসি কমিশন
পঞ্চায়েত ভোটের আগে ময়নায় বিজেপি নেতাকে খুনের ঘটনায় সুর চড়াচ্ছে গেরুয়া শিবির।
পার্থপ্রতিম ঘোষ, ময়না: বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁঁইয়াকে খুনের ঘটনায় আজ ময়নার বাকচায় যাচ্ছে জাতীয় এসসি কমিশন। ইতিমধ্যেই বিজেপির তরফে কমিশনে অভিযোগ জানানো হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে ময়নায় বিজেপি নেতাকে খুনের ঘটনায় সুর চড়াচ্ছে গেরুয়া শিবির। আজ বিকেলে শুভেন্দু অধিকারীর ডাকে ময়না ব্রিজ থেকে শুরু হবে প্রতিবাদ মিছিল।
উল্লেখ্য, ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে আড়াই দিন পর প্রথম গ্রেফতার। ধৃত মিলন ভৌমিক তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বিজয়কৃষ্ণর গ্রাম গোড়ামহলেরই বাসিন্দা মিলন। গতকাল গভীর রাতে তৃণমূল নেতাকে গ্রেফতার করে ময়না থানার পুলিশ। খুনের সময় তৃণমূল নেতা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে পুলিশের অনুমান। মৃত বিজেপি নেতার পরিবারের তরফে ৩৪ জনের নামে FIR করা হয়েছিল। ধৃত তৃণমূল নেতার নাম ছিল ২৬ নম্বরে। এছাড়া, FIR-এ আরও ২৫-৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির উল্লেখ ছিল। বাকি হামলাকারীদের খোঁজ চালাচ্ছে ময়না থানার পুলিশ।