Purulia: টিকাকরণের পর মৃত্যু, শিশুর দেহ নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ পরিবারের
শুক্রবার নিতুড়িয়া থানা অন্তর্গত রায়বাঁধ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
হংসরাজ সিংহ, পুরুলিয়া: টিকাকরণের পর শিশুর মৃত্যু, এমনটাই অভিযোগ করে স্বাস্থ্য কেন্দ্রে মৃত শিশুকে নিয়ে এসে বিক্ষোভ দেখান শিশু পরিবারের লোকজন ও স্থানীয়রা। শুক্রবার নিতুড়িয়া থানা অন্তর্গত রায়বাঁধ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
ঘটনার খবর পেয়ে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এলাকায়। শিশুর পরিবারের লোকজনের দাবি, বুধবার দেড় মাসের শিশুকে স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে টিকা দেওয়া হয়। তারপর শিশু অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের লোকজনের দাবি টিকাকরণের কারণে শিশুর মৃত্যু হয়েছে। এরপর তাঁরা ক্ষতিপূরণের দাবিতে স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান।
কয়েক ঘন্টা বিক্ষোভ চলার পর পুলিশের মধ্যস্থতায় অবশেষে ওঠে বিক্ষোভ। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নিতুরিয়া থানার পুলিশ। এদিকে, স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক শ্যামসুন্দর চৌধুরীর দাবি রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধির জন্য শিশুদের টিকা দেওয়া হয়। তাঁর দাবি, এই টিকার জন্য শিশুটির মৃত্যু হয়নি। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা তাঁদের জানা নেই।
হাসপাতালে নার্স রুমা চন্দ্র জানান, এই শিশুটির পাশাপাশি এদিন একই ইঞ্জেকশনের ভায়াল থেকে আরও ৯ শিশুকে টিকা দেওয়া হয়েছিল। তারা এখন সকলেই সুস্থ রয়েছেন। তাই টিকা দেওয়ার জন্য শিশুর মৃত্যু হয়েছে, এমনটা মানতে নারাজ নার্সও।
এদিকে, চিকিৎসায় গাফিলতির অভিযোগ, খড়গপুরের নার্সিংহোমকে জরিমানা। খড়গপুরের মাতৃ আশীষ নার্সিংহোমকে ৩ লক্ষ টাকা জরিমানা স্বাস্থ্য কমিশনের। ২৭ জানুয়ারি রোগীর বাঁ হাতের আঙুলে অস্ত্রোপচার হয়। রোগীর ডান হাতে ইঞ্জেকশন দেওয়ার পরই বিভ্রাট। চিকিৎসা বিভ্রাটে রোগীর ডান হাতের কনুই পর্যন্ত বাদ দিতে হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগে ৩ লক্ষ টাকা জরিমানা করল স্বাস্থ্য কমিশন। এর আগে শিলিগুড়ির এভালোন হাসপাতালকে জরিমানা করা হয়েছিল। ২ লক্ষ ৩৪ হাজার টাকা জরিমানা করেছিল স্বাস্থ্য কমিশন। একই ওষুধের এক এক সময় এক এক রকম দাম নেওয়ার অভিযোগ ওঠে সেই হাসপাতালের বিরুদ্ধে।