Jhalda News: ঝালদার কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুর বিষক্রিয়ায় মৃত্যু? চিরবিদায়ের আগে পুলিশ সুপারকে চিঠি 'নিরাপত্তাহীনতায় ভুগছি' !
Jhalda Congress Councilor Purnima Kandu Death Mystery : বাইশ সালে খুন হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু, এবার অষ্টমীতে মৃত্যু হয় স্ত্রীর, মৃত্যুর আগে চিঠিতে কী বলতে চেয়েছিলেন তিনি ?
পুরুলিয়া: মৃত্যুর ১১ দিন আগে নিরাপত্তা চেয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের চিঠি দিয়েছিলেন পূর্ণিমা কান্দু। বাইশ সালে খুন হয়েছিলেন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু, আর এবার অষ্টমীর রাতে মৃত্যুর খবর আসে তাঁর স্ত্রীর, দুর্গাপুজো পেরোতেই ময়নাতদন্তের রিপোর্ট ঘিরে উঠল প্রশ্ন। মৃত্যুর আগে পুলিশ সুপারকে চিঠিতে কী বলতে চেয়েছিলেন পূর্ণিমা কান্দু ?
স্বরাষ্ট্রসচিব, ডিজি, পুরুলিয়ার পুলিশ সুপারকে চিঠি দিয়েছিলেন মৃত ঝালদার কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। 'নিরাপত্তাহীনতায় ভুগছি', চিঠিতে উল্লেখ করেছিলেন মৃত ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। সিআইডি তদন্ত দাবি পূর্ণিমা কান্দুর আত্মীয় ও ঝালদার তৃণমূল কাউন্সিলর মিঠুন কান্দুর।
পূর্ণিমা কান্দুর বাড়ির সামনে মোতায়েন পুলিশ। বিষক্রিয়ায় মৃত্যু ঝালদার কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুর? পূর্ণিমা কান্দুর পাকস্থলিতে মিলেছে বিষাক্ত পদার্থ, উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে। গত শুক্রবার বাড়ি থেকে পূর্ণিমা কান্দুকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। ঝালদা ১ নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কংগ্রেস কাউন্সিলরকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবার, ও জেলা কংগ্রেসের সহমতের ভিত্তিতে দেহের ময়নাতদন্ত করা হয়।
পরিবার সূত্রে খবর, হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন পূর্ণিমা। তাঁকে তড়িঘড়ি ঝালদা ১ নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্য়ু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসেন পুরুলিয়া জেলার কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো, ঝালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ স্থানীয় নেতৃত্ব। ২০২২ সালের ১৩ মার্চ খুন হন ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তাঁকে।
প্রসঙ্গত, পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। আদালতের নির্দেশে শুরু হয়েছিল সিবিআই তদন্ত। এদিকে পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত খুনেও তদন্ত চলেছিল। তবে জয়ী নিহত কাউন্সিলরের হত্যা মামলার পাশাপাশিই সেখানে উপনির্বাচন হয়েছিল ওই কেন্দ্রে। পুরভোটে কাকা তপন কান্দুর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদে দাঁড়িয়েছিলেন ভাইপো দীপক। যদিও শেষ অবধি সেই লড়াইয়ে হার মানেন ভাইপো।
আরও পড়ুন, অনশনের ১৪ দিন, কোন পথে কাটবে জট?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।