West Bengal News LIVE Updates: মুখ্যমন্ত্রীর উদ্দেশে বার্তা অনশনরত জুনিয়র ডাক্তারদের
West Bengal News Updates LIVE: রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
LIVE
Background
কলকাতা: আজ সিনিয়রদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। অনশনের ১৪ দিন, কোন পথে কাটবে জট? সংঘাতের আবহেই আচমকা কুণাল ঘোষের কাছে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা ও প্রতিবাদী ডাক্তারের একান্ত বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা। মিলবে সন্দীপ ও টালা থানার প্রাক্তন OC-র নার্কো টেস্টের অনুমতি? অভিযুক্তদের পেশ করে শিয়ালদা কোর্টে কী বলবে CBI? ঝালদার কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুর বিষক্রিয়ায় মৃত্যু? পাকস্থলিতে মিলেছে বিষাক্ত পদার্থ, উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে।
সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে
RG Kar Case: সোমবার পর্যন্ত ডেডলাইন মুখ্যমন্ত্রীকে, না মানা হলে মঙ্গলবার সর্বাঙ্গীন স্বাস্থ্য ধর্মঘটের কথা
অনশনের ১৩ দিন পার। সোমবার পর্যন্ত ডেডলাইন মুখ্যমন্ত্রীকে, না মানা হলে মঙ্গলবার সর্বাঙ্গীন স্বাস্থ্য ধর্মঘটের কথা। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি জানালেন জুনিয়র ডাক্তারদের তরফে দেবাশিস হালদার।
RG Kar Case: ১৪দিনে জুনিয়র ডাক্তারদের অনশন, আন্দোলনের পরবর্তী রূপরেখা কী?
১৪দিনে জুনিয়র ডাক্তারদের অনশন, আন্দোলনের পরবর্তী রূপরেখা কী? কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের বৈঠক
পরবর্তী কী পদক্ষেপ? কোন পথে মিলবে সমাধান?
Junior Doctors Protest On RG kar: কোথায় মুখ্যমন্ত্রীর মানবিকতা ? প্রশ্ন তুললেন জুনিয়র চিকিৎসকরা
কোথায় মুখ্যমন্ত্রীর মানবিকতা ? প্রশ্ন তুললেন জুনিয়র চিকিৎসকরা। এদিন ক্ষোভে ফেঁটে পড়েন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। এদিন সাংবাদিক সম্মেলনে জুনিয়র ডাক্তারদের তরফে তিনি বলেন, '১৩ টা দিন হয়ে গিয়েছে। আমরা কোনও মানবিক উত্তর পাচ্ছি না। আমরা কোনও মানবিকতার লেশ মাত্র পাচ্ছি না।'
RG Kar Case: পলিগ্রাফ টেস্টে 'না' ধৃত টালার প্রাক্তন ওসির
আইয়ের আবেদন, নার্কো টেস্টে সম্মতি দিলেন না সন্দীপ ঘোষ। পলিগ্রাফ টেস্টে সম্মতি দিলেন না ধৃত টালার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। নার্কো টেস্টে সম্মতি দিলেন না আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
Sealdah Division : শিয়ালদা ডিভিশনে কোনও স্টেশনে ৩০ সেকেন্ডের বেশি দাঁড়াবে না ট্রেন
শিয়ালদা ডিভিশনে কোনও স্টেশনে ৩০ সেকেন্ডের বেশি দাঁড়াবে না ট্রেন । চালক, গার্ড থেকে স্টেশন মাস্টারদের চিঠি ডিভিশনাল অপারেশনস ম্য়ানেজারের। শিয়ালদা ডিভিশনে কোনও স্টেশনে ৩০ সেকেন্ডের বেশি দাঁড়াবে না লোকাল ট্রেন । সময় মেনে ট্রেন চলাচলের কথা মাথায় রেখে এই উদ্য়োগ, দাবি শিয়ালদা ডিভিশনের।