![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Mamata Banerjee: 'একমাস সেদ্ধ ভাত খান', ভুঁড়ি কমাতে দলের নেতাকে পরামর্শ মমতার
Purulia: ঝালদা পুরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়ালকে নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।
![Mamata Banerjee: 'একমাস সেদ্ধ ভাত খান', ভুঁড়ি কমাতে দলের নেতাকে পরামর্শ মমতার Purulia, mamata banerjee in a light mood, advised jhalda chairman to exercise regularly Mamata Banerjee: 'একমাস সেদ্ধ ভাত খান', ভুঁড়ি কমাতে দলের নেতাকে পরামর্শ মমতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/30/15e118eff47680ec154b14346d3ce440_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
উজ্জ্বল মুখোপাধ্যায়, পুরুলিয়া: পুরুলিয়ার রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে দুর্নীতির অভিযোগে জেলাশাসককে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। আবার সেখানেই একেবারে উল্টোদিকে দাঁড়িয়ে খোশ মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।
কী ঘটনা:
কাজের খতিয়ান নেওয়ার সময় ঝালদা পুরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়ালকে নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। চেয়ারম্যানকে ভুঁড়ি ও ওজন কমাতে পুরুলিয়ার প্রশাসনিক সভা থেকে দিলেন একাধিক পরামর্শ।
View this post on Instagram
মমতার পরামর্শ:
সুরেশ আগরওয়াল কথা বলতেই উঠতেই তাঁর চেহারা নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী? ব্যায়াম করেন কিনা জিজ্ঞেস করেন। চেয়ারম্য়ান হ্য়াঁ বলতেই, মুখ্যমন্ত্রী বলেন এখনই করে দেখাতে। মঞ্চে ব্যায়াম করে দেখালে দশ হাজার টাকা দেবেন বলেও জানান। খাওয়া-দাওয়া নিয়েও প্রশ্ন করেন মমতা। চেয়ারম্যানের ডায়েট শুনে চোখ কপালে ওঠে মুখ্যমন্ত্রীর। চেয়ারম্যান সকালবেলা পকোড়া খান শুনে বিস্ময় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ওজন শুনেও বিস্মিত হন। তারপরে ওজন কমাতে হাঁটার পরামর্শ দেন। পাশাপাশি অন্তত এক মাস শুধু সেদ্ধ ভাত খেতে বলেন। পাশাপাশি পকোড়া খাওয়াটা কমানোরও পরামর্শ দিয়েছেন। চেয়ারম্যান ঠিকমতো খাচ্ছেন কিনা তা জানার জন্য নজরও রাখবেন, বলেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: 'আমার পার্টির লোক হলে টেনে চারটে থাপ্পড় মারতাম', তোপ ক্ষুব্ধ মমতার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)