Purulia News: জয়চণ্ডী পাহাড়ের চূড়া থেকে পড়ে পাহাড়ের খাঁজে আটকে গেল যুবক ! চাঞ্চল্যকর ঘটনা পুরুলিয়ায়
Purulia Joychandi Hill : পুরুলিয়া জেলার রঘুনাথপুর জয়চণ্ডী পাহাড়ের চূড়া থেকে পড়ে পাহাড়ের খাঁজে আটকে গেল, এক যুবক, ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

হংসরাজ সিংহ, পুরুলিয়া : পুরুলিয়া জেলার রঘুনাথপুর জয়চণ্ডী পাহাড়ের চূড়া থেকে পড়ে পাহাড়ের খাঁজে আটকে গেল এক যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আরও পড়ুন, ১ মাসেরও বেশি সময় ধরে জমে রয়েছে জল, নদিয়ার রাস্তায় সাঁতার কেটে প্রতিবাদ BJP বিধায়কের !
জয়চণ্ডী পাহাড়ের চূড়া থেকে পড়ে পাহাড়ের খাঁজে আটকে গেল যুবক !
শনিবার সকালে পাহাড়ের নিচে থাকা দোকানদাররা দেখতে পান এক যুবক জয়চণ্ডী পাহাড়ের চূড়ার ঠিক নিচের অংশে বসে রয়েছেন বিপজ্জনক অবস্থায়। এরপর তারা তড়িঘড়ি খবর দেয় রঘুনাথপুর থানায়, পাহাড়ে পৌঁছয় রঘুনাথপুর থানার পুলিশ সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর রশি দিয়ে নেমে বিপজ্জনক অবস্থা থেকে ওই যুবককে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
দুর্গম পার্বত্য অঞ্চলে ট্রেকিং করতে গিয়ে বাড়ি ফেরা হল না
প্রসঙ্গত, গতবছর, ১৩ অগাস্ট ৬ সহকর্মীর সঙ্গে হিমাচল প্রদেশের মাউন্ট সিঙ্কুন ওয়েস্ট পাহাড়ে ট্রেকিং করতে গিয়েছিলেন সুব্রত। সেখান থেকে ২১ তারিখে ট্রেকিং করতে পাহাড়ে ওঠার সময় তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। বিষযটি নজরে আশতেই তাড়াতাড়ি চিকিৎসার জন্য সেখান থেকে নিচে নামার চেষ্টা করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। সেখানেই তাঁর মৃত্যু হয়।প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছিল, ছোট থেকেই দুর্গম পার্বত্য এলাকায় ট্রেকিংয়ের শখ ছিল সুব্রতর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বৃদ্ধি পায়। চাকরি পাওয়ার পর ছুটি পেলেই দেশের বিভিন্ন দুর্গম পার্বত্য অঞ্চলে দলবল জুটিয়ে ট্রেকিং করতে বেরিয়ে পড়তেন তিনি। ৪৮ বছর বয়সের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় ট্রেকিং করেছেন তিনি। দুর্গম পার্বত্য অঞ্চলে ট্রেকিং করার আলাদা একটা অনুভূতি আছে বলেই প্রতি বছর সঙ্গী জুটিয়ে নিত্যনতুন জায়গার উদ্দেশে বেরিয়ে পড়তেন সুব্রত।
বেশি উচ্চতায় অক্সিজেনের অভাবে মৃত্যু
অতীতে হিমাচল প্রদেশে ট্রেকিং করতে গিয়ে দুই বাঙালির মৃত্যু হয়েছিল। হিমাচলে বেলঘরিয়া, ব্যারাকপুরের দুই বাসিন্দার মৃত্যু হয়েছিল। মানালি থেকে বাতাল হয়ে ট্রেকিং করতে যাওয়ার সময় মৃত্যু হয়। বেশি উচ্চতায় অক্সিজেনের অভাবে মৃত্যু, অনুমান ছিল পরিবারের। ১১ সেপ্টেম্বর একটি দলের সঙ্গে ট্রেকিং করতে গিয়েছিলেন ভাস্কর এবং সন্দীপ।
পুলিশ সূত্রের খবর, যুবকের নাম ফরিদ আনসারী, বাড়ি ঝাড়খন্ড রাজ্যে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে কীভাবে ওই যুবক পাহাড়ের চূড়া থেকে ওই বিপজ্জনক অবস্থায় এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ।






















