Kolkata: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, অর্জুনের পর বিস্ফোরক তাপস রায়
Kolkata News: এর আগে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অর্জুন সিংহ। টিটাগড়ে স্কুলে বিস্ফোরণ, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন সিংহ।

কলকাতা: ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক তাপস রায়। অর্জুনের পর এবার তাপস, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন শাসক নেতার। ''পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে। সরকারি দলের বিধায়ক বলে আমার কথায় পুলিশ চলবে, এটা হতে পারে না। পুলিশ আইন মেনে কাজ করবে, না হলে নির্দিষ্ট জায়গায় বলা যেতে পারে। ক্লোজ হবেন আপনারা, ট্রান্সফার হবেন আপনারা। আইন অনুযায়ী চলুন, কারও কথায় চলবেন না'',পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক বরানগরের তৃণমূল বিধায়ক।
এর আগে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অর্জুন সিংহ। টিটাগড়ে স্কুলে বিস্ফোরণ, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন সিংহ। ‘আগে পুলিশের সোর্স থাকত, এখন সেসব উঠে গেছে। পুলিশ এখন পুরো ফোন নির্ভর, এটা ওল্ড মডেল। পুলিশকে আরও সক্রিয় হতে হবে, না হলে কিছু হবে না’, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল নেতা ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ।
এদিকে, টিটাগড়ে স্কুলে বিস্ফোরণের ঘটনায় এনআইএ (NIA) তদন্তের দাবি। এনআইএ তদন্তের দাবি জানাতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার এই মর্মে তিনি চিঠি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, এমনটাই জানিয়েছেন জানিয়েছেন বিরোধী দলনেতা। এদিকে এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।
ঘড়ির কাঁটায় বেলা প্রায় পৌনে ১২টা। স্কুলে তখন সেকেন্ড পিরিয়ড চলছে। হাজির প্রায় ৮০০ পড়ুয়া। আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে বিল্ডিং। হুড়মুড় করে বেরিয়ে আসে পড়ুয়া ও শিক্ষকরা। বাইরে তখন ধোঁয়ায় ঢেকে গেছে চারদিক। দৌড়ে ছাদে যেতেই দেখা যায়, তাজা বোমার দাগ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার সুতলি, স্প্লিন্টার। টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আরএ সিদ্দিকি বলেন, সেকেন্ড পিরিয়ড চলছিল। হঠাত্ আওয়াজ। বাইরে বেরিয়ে দেখি ধোঁয়া। সবাই ছুটল। ছাদ সবসময় বন্ধ থাকে। এসে দেখলাম বোমা পড়েছে। স্প্লিন্টার পড়েছে। কালেক্ট করে নিয়ে এল। ওপর থেকেই ফেলেছে। নিচ থেকে সম্ভব নয়।
কিন্তু স্কুলের ছাদে কীভাবে বিস্ফোরণ ঘটল ? বোমা কি ছোড়া হয়েছে ? নাকি ছাদে বোমা মজুত ছিল ? টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলের শিক্ষক খালিদ তনবীর বলেন, ওপরের দিক থেকে ফেলেছে মনে হচ্ছে। একটা বিল্ডিং উঁচু। বাদবাকি সব নীচু। এত বছরে কখনও হয়নি।






















