Dental College: মেলেনি রফাসূত্র, ডেন্টাল কলেজে আজও জারি অচলাবস্থা
Moulali Dental College: হস্টেল খালি করার নির্দেশের অভিযোগকে ঘিরে যে জটিলতা তৈরি হয়েছে তা মেটার এখনও পর্যন্ত কোনও লক্ষণ নেই। হস্টেল কমিটির অধিকাংশ সদস্য পদত্যাগপত্র পাঠিয়েছেন অধ্যক্ষের কাছে।
কলকাতা: হবু ডাক্তারদের বিক্ষোভ ঘিরে মৌলালির আর আহমেদ ডেন্টাল কলেজে উত্তেজনা ছড়াল। হস্টেলের দাবিতে অধ্যক্ষ, বিভাগীয় প্রধান-সহ বেশ কয়েকজন আধিকারিককে তিনদিন ধরে ঘেরাও করে রেখেছেন বিক্ষোভকারীরা। আজ সকালেও দু’পক্ষের আলোচনা হয়। রফাসূত্র না মেলায় অচলাবস্থা অব্যাহত রয়েছে।
অধ্যক্ষ, বিভাগীয় প্রধান-সহ আধিকারিকরা বেরোনোর চেষ্টা করায়, বিক্ষোভরত হবু ডাক্তারদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। আপাতত উত্তপ্তই রয়েছে ডেন্টাল কলেজের পরিস্থিতি। পড়ুয়া-কর্তৃপক্ষ সংঘাতে মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) মতো আর আহমেদ ডেন্টাল কলেজেও কি জটিলতা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে চলেছে? হস্টেল খালি করার নির্দেশের অভিযোগকে ঘিরে গত বৃহস্পতিবার থেকে ইন্টার্নদের যে অবস্থান-বিক্ষোভ শুরু হয়েছে, শনিবারও তা অব্যাহত। অন্যদিকে, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষেরও কোনও প্রতিক্রিয়া নেই। এই পরিস্থিতিতে সমাধান সূত্রে কীভাবে পৌঁছনো যাবে, তা নিয়েই উঠছে প্রশ্ন।
হস্টেল খালি করার নির্দেশের অভিযোগকে ঘিরে যে জটিলতা তৈরি হয়েছে তা মেটার এখনও পর্যন্ত কোনও লক্ষণ নেই। টানাপোড়েনের মধ্যে মহিলা হস্টেলের সুপার-সহ হস্টেল কমিটির অধিকাংশ সদস্য পদত্যাগপত্র পাঠিয়েছেন অধ্যক্ষের কাছে।
আরও পড়ুন, তৃণমূল নেতার রোষে দলেরই কর্মী! গ্রামবাসীদের হয়ে আবাস যোজনার বাড়ি চাইতেই মার, ভাঙল পা
আর আহমেদ ডেন্টাল কলেজে রয়েছেন প্রায় ৪০ জন ইন্টার্ন। তাঁদের দাবি, গত চার বছর ধরে তাঁরা হস্টেলে রয়েছেন। অভিযোগ, মঙ্গলবার রাতে হঠাৎ হস্টেল খালি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে অভিযোগ, ৪৮ ঘণ্টার মধ্যে হস্টেল খালি না করলে ইন্টার্নশিপ শেষের পর সার্টিফিকেট দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাতে হঠাৎ হস্টেল খালি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। অভিযোগ, ৪৮ ঘণ্টার মধ্যে হস্টেল খালি না করলে ইন্টার্নশিপ শেষের পর সার্টিফিকেট দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় কলেজ কর্তৃপক্ষ। প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অবস্থানে বসেছেন ডেন্টাল কলেজের ইন্টার্নরা। ছাত্র সংসদের নির্বাচন করাতে হবে- এই দাবিতে গত ডিসেম্বরে অনশন আন্দোলন করেন কলকাতা মেডিক্য়াল কলেজের প়ড়ুয়ারা। প্রায় ২ সপ্তাহ ধরে চলে অচলাবস্থা। কর্তৃপক্ষের সবুজ সঙ্কেত না মেলায় অনশন তুলে নিয়ে প্রতীকী ছাত্র সংসদ নির্বাচন করেন পড়ুয়ারাই। সেই ঘটনার পর এবার আন্দোলনে আর আহমেদ ডেন্টাল কলেজের ইন্টার্নরা।