R G Kar Chaos: 'এক অফিসারের উর্দি পরে কোর্টে হাজির আরেক অফিসার' পরিচয় নিয়ে তোলপাড়
West Bengal News: গতকাল মাঝরাতে RG কর মেডিক্যাল কলেজে পুলিশের সামনেই প্রায় ৪০ মিনিট ধরে কয়েকশো লাঠিধারীর তাণ্ডব চালায়।
সৌমিত্র রায়, কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজে তাণ্ডবের (R G Kar Chaos) মামলায় আদালতে পুলিশকর্মীর পোশাক-বিভ্রান্তি। এক পুলিশকর্মীর পোশাক পরে, আদালতে হাজির আরেক পুলিশকর্মী। অভিযুক্তপক্ষের আইনজীবী প্রশ্ন করায় বিষয়টি সামনে আসে।
IO বদলের অভিযোগ: এক পুলিশ অফিসারের উর্দি পরে কোর্টে হাজির হলেন আরেক পুলিশ অফিসার। আর তাতেই বিভ্রান্তি তৈরি হল আদালতে। তা-ও আবার আর জি কর হাসপাতালে তাণ্ডবের মতো গুরুত্বপূর্ণ মামলায়। এই ঘটনায় ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হয়। স্বতঃপ্রণোদিত এই মামলার অভিযোগকারী হলেন পুলিশ অফিসার অভিষেক ঘোষাল। বৃহস্পতিবার অভিষেক ঘোষালের নাম লেখা ব্য়াজ পরে আদালতে আসেন এক পুলিশকর্মী। অভিযুক্তপক্ষের আইনজীবীর দাবি, ওই পুলিশকর্মীকে দেখে তাঁর সন্দেহ হয়। নাম জানতে চাইলে, তিনি জানান, তাঁর নাম অভিষেক ঘোষাল নয়। কিছু সমস্য়া হওয়ায়, অভিষেক ঘোষালের পোশাক পরে, আদালতে এসেছেন। অভিযুক্তপক্ষের আইনজীবীর দাবি, এরপরই ওই অফিসারকে নামের ব্য়াজ খুলতে এবং কাঠগড়া থেকে নেমে যেতে নির্দেশ দেন বিচারক।
গতকাল মাঝরাতে পুলিশের সামনেই আরজি করে অবাধে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। তাণ্ডবের ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের এদিন শিয়ালদা আদালতে পেশ করা হয়। এদিন অভিযুক্তদের আইনজীবী অমর্ত্য দে বলেন, "শুনানি পর্বে তদন্তেকারী অফিসার যিনি রয়েছেন আমারও তো জানা উচিত তিনি কে, কী নাম। যে নেমপ্লেট ওখানে ব্যবহার করা হয়েছিল, সেই নাম আদৌ ওঁর নয়। অন্য নেমপ্লেট উনি নিয়ে আসেন। বিচারক জানতে চান এই নাম কি আপনার? উনি বলেন না এটা আমার নাম না। তাঁকে নির্দেশ দেওয়া হয় যে ব্যাজ পরেছেন সেটা যেন খুলে রেখে দেন। তাঁর দাবি, তাড়াহুড়োয় অন্য ইউনিরফর্ম পরে চলে এসেছেন।'' এদিকে হামলার ঘটনায় ধৃত ১২ জনকে ২২ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যদিও অভিযুক্ত পক্ষের আইনজীবীর দাবি, যাঁদের পুলিশ ধরেছে তাঁরা ঘটনার সঙ্গে যুক্তই নন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mamata Banerjee: সবকিছুই তো মেনে নেওয়া হয়েছে, কিছু বলার থাকলে কোর্ট-সিবিআইকে বলুন: মুখ্যমন্ত্রী