Rudranil Ghosh: পুলিশ তোমার মেয়েও জানে কে সে ষড়যন্ত্রী: রুদ্রনীল ঘোষ
R G Kar News Update: এবার পুলিশের ভূমিকা নিয়েই সোশাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।
কলকাতা: আর-জি কর কাণ্ডে (R G Kar News) চিকিৎসক ধর্ষণ-খুন। প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ। আর এর মধ্যে একাধিক বিক্ষোভ-মিছিলে বারবার পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। এবার তা নিয়েই সোশাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। কবিতার ছন্দে তিনি বললেন, 'পুলিশ তুমি দিচ্ছ সাফাই নিজের মেয়েকে নিয়ে...আগে উত্তর দাও কার চাপেতে লিখছ এসব ফেসবুকেতে গিয়ে! ''সবশেষে আর্জি জানালেন, "চাই পুলিশ নিরপেক্ষ হোক। মানুষের জন্য হোক। ক্রিমিনালদের জন্য নয়।''
প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ: আর জি কর মেডিক্য়াল কলেজে কর্তব্য়রত মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুন। আর জি করের মতো সরকারি মেডিক্য়াল কলেজে, চাঞ্চল্য়কর এই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে গোটা শহরে। ক্ষোভের পাহাড় রাজ্যজুড়ে। সুবিচারের দাবিতে পথে নেমেছে দেশবাসী। বিক্ষোভের আঁচ পৌঁছে গিয়েছে বিশ্বের নানা প্রান্তে। গত ৯ অগাস্ট হাসপাতালেরই সেমিনার রুমে কর্তব্যরত চিকিৎসকের দেহ উদ্ধার হয়। রাতে ময়নাতদন্তের পর দেহ বার করার সময় তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। তথ্য় ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলে, মৃতদেহবাহী গাড়ি আটকানোর চেষ্টা করেন বাম এবং বিজেপি নেতৃত্ব। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে মৃতার মা-বাবাও। এখানেই শেষ নয়, প্রাক স্বাধীনতা দিবসে রাত দখলের ডাক দিয়েছিলেন মেয়েরা। রাজ্যের নানা প্রান্তে এই কর্মসূচি পালন করা হয়। আর নির্ধারিত সময়ের কিছুক্ষণের মধ্যেই হামলা চালানো হয় আরজি কর মেডিক্যাল কলেজেও। তাণ্ডবের ভয়ঙ্কর ছবি দেখা যায় সেদিন। এই দুই ঘটনাতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পাশাপাশি গত ২৭ অগাস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দেয়। ওইদিন কড়া পুলিশি ব্যবস্থা ছিল শহরজুড়ে।
এই প্রেক্ষিতে এবার সরব হলেন রুদ্রনীল ঘোষ। ফেসবুকে পোস্ট করে তিনি বলছেন, "হ্যাঁ তোমার মেয়ে হচ্ছে বড় তোমার কাণ্ড দেখে। করছ আড়াল সব ক্রিমিনাল নজর রাখে.. পুলিশ তোমার মেয়েও জানে আরজি করের কাণ্ড, প্রমাণ লোপাট করতে কারা করল লন্ডভন্ড... একটা মেয়ে লাশ হয়েছে তোমার মেয়েও জানে, অনেক কথা বলতে চায় সে তার পুলিশ বাবার কানে কানে বাবা...মেয়ে জানে পুলিশ বাবা বড্ড অসহায়, না চাইলেও পুলিশকে আজ প্রেস মিট করতে হয়। কীসের দায় আটকাতে চায় প্রতিবাদের মিছিল, জাস্টিস চাই আওয়াজ রুখতে কন্টেনারের পাঁচিল।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Calcutta National Medical College: ন্যাশনাল মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ হলেন শুভ্র মিত্র