R G Kar Hospital: রাজ্যে মেডিক্যাল কাউন্সিলের টিম পাঠানোর অনুরোধ, নাড্ডাকে চিঠি সুকান্তর
Kolkata News: মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার টিম পাঠিয়ে বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজে পরিদর্শনের অনুরোধ করলেন বিজেপি রাজ্য সভাপতি।
কলকাতা: আরজি কর হাসপাতালে (R G Kar Hospital) কর্মরত মহিলা চিকিৎসকে ধর্ষণ-খুন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার টিম পাঠিয়ে বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজে পরিদর্শনের অনুরোধ করলেন বিজেপি রাজ্য সভাপতি।
নাড্ডাকে চিঠি সুকান্তর: কার মদতে এত দাপট আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ারের? আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয়ই কি একমাত্র অপরাধী? নাকি আরও কেউ জড়িত? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই আবহে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন সুকান্ত মজুমদার বলেন, "আমি আর জি কর নিয়ে চিঠি লিখেছিলাম। আর জি করে একের পর এক দুর্নীতি হচ্ছে। সেই দুর্নীতির অভিযোগ প্রিন্সিপালের দিকে যাচ্ছে। তাঁকে সরিয়ে তদন্ত করা উচিত। জে পি নাড্ডাকে চিঠিতে জানাচ্ছি, মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার টিম পাঠানো হোক। দেখা হোক আদৌ রাজ্যের মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামো ঠিক আছে না নেই। যদি পরিকাঠামো ঠিক না থাকে, তাহলে তো সেখানে পড়াশোনা চলতে পারে না।''
RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের জের। আজও জেলায় জেলায় হাসপাতালে চলছে প্রতিবাদ। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে পড়ল। হাসপাতাল চত্বরেই তাঁবু খাটিয়ে চলছে অবস্থান-বিক্ষোভ। জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, এই হাসপাতালেও রোগী ও তাঁদের আত্মীয়দের হেনস্থার মুখে পড়তে হয়। সেক্ষেত্রে এখানেও CC ক্যামেরা লাগানো ও নিরাপত্তার দাবি জানিয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের এমার্জেন্সির মেন গেট আটকে অবস্থান-বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকরা। ফলে পিছনের গেট দিয়ে ঢুকতে হচ্ছে রোগী ও তাঁদের পরিজনদের। রবিবার ছুটির দিন আউটডোর বন্ধ, তবে চালু রয়েছে জরুরি বিভাগ। জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে সামিল হওয়ায় রোগী দেখছেন হাসপাতালের অন্য চিকিৎসকরা।কল্যাণীর জেএনএম হাসপাতালেও কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar Hospital: এবার এমারজেন্সিতেও কর্মবিরতি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জুনিয়র ডাক্তারদের