R G Kar Case : মেয়ের মৃত্যুর ১ বছর! দিল্লি গিয়ে CBI-কে কী কী প্রশ্ন অভয়ার মা-বাবার? পেলেন কি উত্তর?
সিবিআই দফতর থেকে বেরিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন তাঁরা। CBI একটা বোগাস তদন্তকারী সংস্থা, বললেন নিহত চিকিৎসকের বাবা।

নয়াদিল্লি: দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করলেন অভয়ার মা-বাবা। দেখা করলেন আর জি কর মামলার তদন্তকারী আধিকারিকের সঙ্গেও। গত ১ বছরে বারবার আশাহতই হয়েছেন, এবার দিল্লি এসেছিলেন অনেক আশা নিয়ে। কিন্তু সেখানেও এসে এমন কিছু ঘটল না, যা ছিটেফোঁটা আলো দেখাতে পারে। নিহত চিকিৎসকের মা শুধু বললেন, 'আমরা বললাম যে, আমাদের এখানে আসার সময়টাই নষ্ট হয়েছে।' সিবিআই দফতর থেকে বেরিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন তাঁরা। CBI একটা বোগাস তদন্তকারী সংস্থা, বললেন নিহত চিকিৎসকের বাবা।
CBI এর কাছে কী কী প্রশ্ন অভয়ার মা-বাবার
বৃহস্পতিবার দিল্লি গিয়ে CBI ডিরেক্টরের সঙ্গে দেখা করেন অভয়ার মা-বাবা। আর তারপর সেই CBI-এর বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন তাঁরা। এই খুন ধর্ষণের ঘটনা কি সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় একাই ঘটিয়েছিল? নাকি আর কেউ জড়িত ছিল? সেই উত্তর আজও মেলেনি। আর তা নিয়েই বৃহস্পতিবার ক্ষোভের সুর ঝরে পড়ে সন্তানহারা দম্পতির গলায়। নিহত চিকিৎসকের মা জানান, 'আমাদের যে এখন ইনভেস্টিগেটিং অফিসার, DIG, ওনারা দু'জনেই বলছেন সঞ্জয় রায় একাই করেছে আর কেউ এইসব কোনও ধর্ষণের সঙ্গে জড়িত নয়। এটা আমরা মা-বাবা হিসাবে যেমন মানি না, তেমনি আমার এই দেশের ১৪০ কোটি লোকও সেটা মানে না। '
'CBI একদম বোগাস' বললেন অভয়ার বাবা
নিহত চিকিৎসকের বাবার গলাতেও ক্ষোভ আর হতাশার সুর। 'ডিরেক্টর বললেন, যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব, দেব, দেব ... এইটা প্রতিজ্ঞা করেছেন, ব্যস। আমাদের ধন্য করে দিয়েছেন উনি এটা বলে।...১৪০ কোটি লোক যাদের ওপর ভরসা করে থাকে, তারা একদম বোগাস। আমাদের দেশে এই ধরনের তদন্তকারী সংস্থা যতদিন থাকবে, ক্রাইম জীবনে কমবে না। '
'গ্রো আ স্পাইন অর রিজাইন'
বৃহস্পতিবার দিল্লির সিবিআই দফতরে ঢোকার সময় অভয়ার মায়ের হাতে ছিল একটি প্ল্যাকার্ড। যার এক দিকে লেখা ছিল, 'আমরা জানতে চাই, কারা যুক্ত? অপরাধের জায়গা কোনটা?ধর্ষণ ও খুনের উদ্দেশ্য কী? 'প্ল্যাকার্ডের আরেক দিকে লেখা ছিল, ডিয়ার সিবিআই, গ্রো আ স্পাইন অর রিজাইন!
নিহত চিকিৎসকের মা বলেন, 'সিবিআই এটা নিতে রাজি হয়নি। বলেছে আমাদের স্পাইন আছে। আমরা এটা নেব না। আমি লাস্টে বলে এসেছি আপনাদের স্পাইন নেই। তাই আপনারা এই তদন্ত করেছেন। '
শনিবার ৯ অগাস্ট, আর জি কর-কাণ্ডের এক বছর পূর্ণ হবে। বিচারের দাবিতে সেদিন নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।






















