Rajanya Haldar Film : পিছলো মিউজিক লঞ্চ, এবার কি মুক্তিও পিছোবে রাজন্যাদের ছবির?
রবিবার হঠাৎই কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন TMCP-র সাসপেন্ডেড রাজ্য সহ সভাপতি ও শর্টফিল্মের পরিচালক প্রান্তিক চক্রবর্তী। আর কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাতের পরই, স্থগিত রাখা হয় মিউজিক লঞ্চ।
পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: শনিবার অবস্থানে অনড়। কিন্তু রবিবারেই সুর বদল। বুধবার যে শর্টফিল্মের মুক্তি পাওয়ার কথা, রবিবার তার মিউজিক লঞ্চ স্থগিত রাখা হল। আর জি কর কাণ্ডের পটভূমিতে তিলোত্তমাদের প্রতিবাদ নিয়ে শর্টফিল্ম তৈরি করায়, শুক্রবার TMCP থেকে সাসপেন্ড করা হয়, রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভানেত্রী রাজন্য়া হালদারকে। এই ছবিটির সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে পোস্টও করে দেন কুণাল ঘোষ। আর তার পরে রাজন্যা পাল্টা প্রশ্ন তোলেন, পুজোর গান তৈরির সময় কি দলের অনুমতি নিয়েছিলেন কুণাল? কিংবা দেবও কি 'প্রধান' ছবি তৈরির সময় অনুমতি নিয়েছিলেন দলের ? এই টানাপোড়েন শেষ হল রবিবারেই।
রবিবার হঠাৎই কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন TMCP-র সাসপেন্ডেড রাজ্য সহ সভাপতি ও শর্টফিল্মের পরিচালক প্রান্তিক চক্রবর্তী। আর কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাতের পরই, স্থগিত রাখা হয় মিউজিক লঞ্চ। একই সঙ্গে বুধবার শর্টফিল্মটি মুক্তি পাবে কিনা, তা নিয়েও দেখা দিল অনিশ্চয়তা। প্রান্তিক জানান, 'ছবির কাজ চলছে আমাদের। আমরা ২ তারিখে ছবিটা রিলিজ করব, না করব না, সেটা আমাদেরও ভাবনার বিষয় আছে। সেটা নিয়ে এখনও বলার সময় আসেনি। রাজ্যের প্রথম সারির নেতৃত্ব ফোনে যোগাযোগ করেছে।' অর্থাৎ এক আলোচনাতেই নিজেদের অবস্থান থেকে সরে গেলেন রাজন্যা, প্রান্তিকরা।
আগের দিন কুণাল ঘোষ লিখেছিলেন, ' আর জি কর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্টফিল্মের খবর এসেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আমরা তিলোত্তমার ঘটনার ন্যায়বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। ' আর রবিবার মিটিংয়ের পর কুণাল ঘাষ বললেন, 'ওদের আমি চিনি। ওরা জুনিয়র। কম বয়স। আমি ওদের চিনি। ওরা ছাত্র রাজনীতি করে। দেখা হল, কথা হল। '
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বাংলা যে আন্দোলন দেখেছে, তা সাম্প্রতিককালে বেনজির। জুনিয়র ডাক্তারদের শিরদাঁড়ার জোরের সামনে নতি স্বীকার করতে হয়েছে পুলিশ প্রশাসন এবং স্বয়ং মুখ্য়মন্ত্রীকে। এই প্রেক্ষাপটে তিলোত্তমাদের প্রতিবাদ নিয়ে রাজন্যা - প্রান্তিক শর্টফিল্ম তৈরি করায়, যে জলঘোলা হয়েছিল জানা যাচ্ছে, রবিবারের বৈঠকের পর কি তাতে ইতিচিহ্ন পড়ল? আদৌ কি বুধবার রিলিজ হবে রাজন্যা, প্রান্তিকদের শর্টফিল্ম? সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।