CV Ananda Bose: রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ খণ্ডন রাজভবনের, 'অস্থায়ী মহিলা কর্মীকে দিয়ে সাজানো..'
Governor Molestation Case Investigation Report : রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী। এবার তদন্ত রিপোর্টে প্রকাশ্যে, কী দাবি করা হয়েছে ?
কলকাতা: রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ (Molestation Case) খণ্ডন করল রাজভবন। একটি তদন্ত রিপোর্ট প্রকাশ্যে এনে দাবি করা হয়েছে, অভিযোগকারিণীর অভিযোগের সত্যাসত্য যাচাই করতে ৮ জন সাক্ষীর সঙ্গে কথা বলা হয়েছে। তারই ভিত্তিতে রিপোর্টটি তৈরি করেছেন পুদুচেরি জুডিশিয়াল সার্ভিসের নগর এবং দায়রা আদালতের অবসরপ্রাপ্ত বিচারক ডি রামাবাথিরন। গত ২ মে, রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী। ওই দাবির কোনও সারবত্তা নেই বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। যদিও তৃণমূলের তরফে গোটা বিষয়টিকে আবর্জনা বলে কটাক্ষ করা হয়েছে।
রাজ্য রাজভবন সংঘাত অব্যাহত। এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করা হয়েছে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ খণ্ডন করেছে রাজভবন।'দুর্নীতি থেকে হিংসা, বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব রাজ্যপাল। সেজন্য সাধারণ মানুষের টাকা খরচ করে রাজ্যপালের বিরুদ্ধে সাজানো অভিযোগ', পুদুচেরির অবসরপ্রাপ্ত বিচারকের রিপোর্টকে তুলে ধরে বিবৃতি রাজভবনের। 'অভিযোগকারী অস্থায়ী মহিলা কর্মীর অভিযোগের কোনও সারবত্তা নেই। অস্থায়ী মহিলা কর্মীকে দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে সাজানো অভিযোগ। ৮ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে রিপোর্ট পুদুচেরির অবসরপ্রাপ্ত বিচারকের', রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে বিবৃতি রাজভবনের।
আরও পড়ুন, অগ্নিগর্ভ বাংলাদেশ, বন্ধ ইলিশ সরবরাহ, অথৈ জলে বাংলার মাছ বাজার..
রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর রাজভবন সূত্রে দাবি করা হয়েছিল, আগেই সন্দেহ ছিল, পিস রুমে কেউ খবর বিকৃত করছে এবং রাজনৈতিক দলের কাছে খবর পৌঁছে দিচ্ছে। এও জানা যায়, ওই মহিলা কর্মী মিথ্য়ে রিপোর্ট দেন যে, পিসরুমে আসা অভিযোগ নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন সংবাদ মাধ্য়মকে জানায়, তারা অভিযোগ পায়নি। অনুসন্ধান চালিয়ে জানা যায়, ওই মহিলা কর্মী তাঁর বয়ফ্রেন্ড যিনি রাজভবনেরই কর্মী, তাঁর সাহায্য়ে, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ পাঠানোর পথে বাধা তৈরি করছিলেন। এনিয়ে তিরষ্কার করা হলে, তিনি বাইরে গিয়ে হেনস্থার অভিযোগ করেছিলেন।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।