Ram Mandir Inauguration: রাম মন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা, বিশেষ ট্রেন এবং বিমানের বন্দোবস্ত
Ayodhya: ২ দশক পার করে, রামমন্দির যখন বাস্তবে রূপ পেয়েছে, তখন তাকে ঘিরে বিজেপি শিবিরের উদ্দীপনা চোখে পড়ার মতো।
কলকাতা: রাম মন্দিরের উদ্বোধন (Ram Mandir Inauguration) ঘিরে ক্রমেই চড়ছে উন্মাদনা। বঙ্গ বিজেপির উদ্দীপনা চোখে পড়ার মতো। দেশের অন্যান্য রাজ্যের মতোই, বাংলা থেকেও অযোধ্যা যাওয়ার জন্য বিশেষ ট্রেন এবং বিমানের বন্দোবস্ত করছে বিজেপি শিবির। হাওড়া, শিয়ালদা, নিউ জলপাইগুড়ি ও মালদা--এই চার স্টেশন থেকে বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অযোধ্যা যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। ২ দশক পার করে, রামমন্দির যখন বাস্তবে রূপ পেয়েছে, তখন তাকে ঘিরে বিজেপি শিবিরের উদ্দীপনা চোখে পড়ার মতো। দেশের অন্যান্য রাজ্যের মতোই,বাংলা থেকেও অযোধ্যা যাওয়ার জন্য বিশেষ ট্রেন এবং বিমানের বন্দোবস্ত করছে বিজেপি শিবির। বিজেপি সূত্রের খবর, দক্ষিণবঙ্গের হাওড়া ও শিয়ালদা এবং উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি এবং মালদা - এই ৪ জায়গা থেকে অযোধ্যাগামী বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলের মতো, আকাশপথেও সরাসরি অযোধ্যা নগরী-তে পৌঁছনোর উদ্যোগ নিয়েছে বঙ্গ বিজেপি। এক্ষেত্রে অযোধ্যাগামী বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগে বঙ্গ বিজেপির নেতা ও কর্মীরা অযোধ্যায় পৌঁছতে তৎপর। সূত্রের খবর, আগামী বুধবার থেকে প্রথম অযোধ্যাগামী বিশেষ উড়ান পরিষেবা শুরু হবে। বাংলা থেকে অযোধ্যা স্পেশাল ট্রেন পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে ১৯ জানুয়ারি, শুক্রবার থেকে।বিজেপির নেতা ও কর্মীরাই মূলত অযোধ্যাগামী বিশেষ ট্রেন ও বিমানের পরিষেবা নেবেন। তবে রামমন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পরে, সাধারণ মানুষকেও জড়ো করে, অযোধ্যায় রামমন্দির দর্শনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির।
এদিকে ফের বিস্ফোরক পুরীর শঙ্করাচার্য (Shankaracharya) নিশ্চলানন্দ সরস্বতী। অন্যদিকে, অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা ঠিক নয় বলে মত প্রকাশ করলেন জ্যোর্তিপীঠের শঙ্করাচার্য। ২২ জানুয়ারি অযোধ্যায়, ভারতবর্ষের ৪ জন শঙ্করাচার্যের মধ্যে উপস্থিত থাকছেন না ৩ জনই। ২২ শে জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনের ৭ দিন আগে, শঙ্করাচার্যদের অনুপস্থিতির খবরে নতুন করে তৈরি হয়েছে 'সঙ্কট'। ফের 'বিস্ফোরক' মন্তব্য করলেন পুরীর শঙ্করাচার্য। তবে শুধু পুরীর শঙ্করাচার্যই নন, উত্তরাখণ্ডের জ্যোতির্পীঠের শঙ্করাচার্যও সাফ জানিয়ে দিয়েছেন, রামমন্দিরের উদ্বোধনে তিনি থাকছেন না। তার কারণও ব্যাখ্যা করেছেন বিশদে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sandeshkhali Chaos: সন্দেশখালিতে ইডির উপরে হামলা, ধৃত ৪ জনের জেল হেফাজত