Ram Navami: পুলিশকে হুঁশিয়ারি, ভোটের আগে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধেই দায়ের হল FIR
Ram Navami, Agnimitra Paul: উত্তরবঙ্গে রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে গতকাল মেদিনীপুর শহরের কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করতে যান অগ্নিমিত্রা।
সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। থানায় বসেই পুলিশকে হুঁশিয়ারিও দিয়েছিলেন। এদিকে, রাম নবমীর ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়েরের দাবিতে মেদিনীপুর কোতয়ালি থানায় বসে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির ১৬ জন নেতা-নেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের হল।
কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা, হুমকি, জোরপূর্বক আটকে রাখা, হেনস্থা করা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ জানিয়েছে, গতকাল রাম নবমী উপলক্ষ্যে কোতয়ালি থানার IC-সহ অধিকাংশ পুলিশ আধিকারিক ব্যস্ত ছিলেন। সেইসময় থানার গেটে তালা ঝুলিয়ে দেওয়া এবং কর্তব্যরত পুলিশ কর্মীকে বাধা দেওয়া অপরাধমূলক ষড়যন্ত্র বলেই মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গে রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে গতকাল মেদিনীপুর শহরের কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করতে যান অগ্নিমিত্রা। আইসি না থাকায় অপেক্ষা করতে বলা হয়। বিজেপির অভিযোগ, FIR নিতে টালবাহানা করেন ডিউটি অফিসার। সেইসময় থানায় বসে পুলিশকে হুঁশিয়ারি দেন অগ্নিমিত্রা পাল। ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তৈরি হয়।
কী বলেন অগ্নিমিত্রা পাল?
বিজেপি নেত্রী বলেন, 'আপনি আমাকে ধন্য় করছেন না। ঠিক আছে না? আপনি আপনার কাজ করছেন। FIR রিসিভ করুন। রিসিভ করুন। FIR রিসিভ করুন। FIR রিসিভ করুন। আপনারা দেখুন, পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন। একজন বিধায়িকা এসে অভিযোগ করছে, অভিযোগ নিচ্ছে না এই পুলিশ অফিসার। বলছে আমি অভিযোগ নিতে পারব না। কেন নিতে পারবেন না? কেন নিতে পারবেন না?'
তবে হুঁশিয়ারির পরও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বুধবার এই বচসার পর কোতোয়ালি থানার মেন গেটে তালা ঝুলিয়ে দেন বিজেপি কর্মীরা। থানার সামনেই বসে যান ধর্না দিতে গিয়ে থানার সামনে IC-র সঙ্গেও বচসায় জড়ান অগ্নিমিত্রা। আধ ঘণ্টা পর শান্ত হয় পরিস্থিতি।
আরও পড়ুন, টোটোর অনুমতিতে কাটমানি? টাকা নিয়ে নতুন টোটো ইউনিয়নে ঢুকিয়ে দিচ্ছে নেতা, অভিযোগে বন্ধ যাত্রী পরিষেবা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে