Rani Rashmoni Birth Anniversary: রানি রাসমণির আবির্ভাব দিবসে রূপোর মুদ্রা আনল টাঁকশাল
Kolkata News: কলকাতার বিভিন্ন প্রান্তে চারদিন ব্য়াপী শ্রদ্ধার্ঘ্য় অনুষ্ঠানের আয়োজন হয়েছে।
অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা: রানি রাসমণির ২৩২ম আবির্ভাব দিবস উপলক্ষে কলকাতার বিভিন্ন প্রান্তে চারদিন ব্য়াপী শ্রদ্ধার্ঘ্য় অনুষ্ঠানের আয়োজন। রবিবার দক্ষিণেশ্বরের নাট মন্দিরে আয়োজন করা হল একাধিক বিশেষ অনুষ্ঠানের।
রানি রাসমণির আর্বিভাব দিবস উপলক্ষে বিশেষ আয়োজন দক্ষিণশ্বরে। রানি রাসমণির ২৩২ম আবির্ভাব দিবস উপলক্ষে, শনিবার থেকেই শহরের বিভিন্ন প্রান্তে শ্রদ্ধার্ঘ্য় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার দক্ষিণেশ্বরের নাট মন্দিরে আয়োজন করা হল রানি রাসমণি স্বারক সম্মান প্রদান অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন শিল্পী স্বাগতালক্ষ্মী, ইতিহাসবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। পাশাপাশি, প্রকাশ করা হয় বিশেষ রুপোর মুদ্রা। ২৩২ তম আবির্ভাব দিবস উপলক্ষে ভারতীয় টাঁকশাল থেকে একটি রূপোর মুদ্রা প্রকাশ করা হয়েছে। এদিন এটি উন্মোচন করা হয়। ওই মুদ্রার একদিকে রানি রাসমনির চিত্র রয়েছে। অন্যদিকে রয়েছে দক্ষিণেশ্বরের ছবি।
লোকমাতা রানি রাসমণি ফাউন্ডেশনের আহ্বায়ক কুশল চৌধুরী বলেন, 'আজকে ঐতিহাসিক নাটমন্দিরে বিদ্বজনকে রানি রাসমনি স্মারণ সম্মান ২০২৪ প্রদান করলাম। ভারতীয় টাকশাঁল একটি রৌপ্যমুদ্রাও প্রকাশ করেছে। মৌলানা আবুল কালাম আজাদ রিসার্চ ইন্সটিটিউটে রানি রাসমনির একটি আবক্ষ ছবির উন্মোচন হবে।'
মঙ্গলবার ভারতীয় জাদুঘরে রানি রাসমণির প্রতিকৃতির আবরণ উন্মোচন করা হবে। কলকাতার বিভিন্ন প্রান্তে হবে অনুষ্ঠান। উদ্য়োক্তারা জানান, সোমবার মৌলানা আবুল কালাম আজাদ ইন্সটিটিউট অফ এশিয়ান স্টাডিজে রানি রাসমণির প্রতিকৃতি উন্মোচন করা হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কলকাতায় জরুরি অবতরণ চিনগামী বিমানের! তবুও মৃত্যু অসুস্থ কিশোরীর