Ration Scam: রেশন দুর্নীতির টাকা সিনেমাতেও? বাকিবুরের সিনেমায় পার্থর অর্পিতা!
শুধু জমি-ফ্ল্যাটে বিনিয়োগ করাই নয়, রেশন বণ্টনে দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান কি টাকা ঢেলেছিলেন সিনেমাতেও?
সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্য়ায় ও পার্থপ্রতিম ঘোষ: আমডাঙার (Amdanga) সাধনপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে বাকিবুর রহমানের জমি। শুধু সম্পত্তি নয়, রেশন বণ্টনে দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমান কি টাকা ঢেলেছিলেন সিনেমাতেও? ২০১৪ সালে মুক্তি পায়, বাকিবুর রহমান প্রযোজিত ছবি 'ম্যানগ্রোভ'। এই ছবিতে মূখ্য ভূমিকায় ছিলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)।
শুধু জমি-ফ্ল্যাটে বিনিয়োগ করাই নয়, রেশন বণ্টনে দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান কি টাকা ঢেলেছিলেন সিনেমাতেও? আর এই ছবিতেই অভিনয় করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। হ্য়াঁ, সেই অর্পিতা! যিনি পার্থ চট্টোপাধ্য়ায়ের বান্ধবী, যাঁর বাড়িতে ৫০ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছিল, বর্তমানে তিনি জেলবন্দি। ২০১১ সালে তৃণমূল (TMC) ক্ষমতায় আসার পর,আমডাঙার সাধনপুর গ্রাম পঞ্চায়েতে বিপুল জমি কেনেন বাকিবুর রহমান। কথা ছিল এখানে চালকল তৈরি করা হবে। জমিতে বালিও ফেলা হয়েছিল। কিন্তু, চালকল তৈরি হয়নি।
টলিপাড়াতেও টাকা ছড়িয়েছিলেন বাকিবুর? শুধু চালকল, গমকলের মালিকই নন, টলিপাড়াতেও না কি টাকা ছড়িয়েছিলেন বাকিবুর রহমান। ২০১৪ সালে মুক্তি পায়, বাকিবুর রহমান প্রযোজিত ছবি 'ম্যানগ্রোভ'। এই ছবিতে মূখ্য ভূমিকায় ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে নিয়েই ছবি করেছিলেন বাকিবুর রহমান।
মেয়ে এবং স্ত্রী ছিলেন তিনটি সংস্থার ডিরেক্টর: ইডি আদালতে দাবি করেছে যে, জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে এবং স্ত্রী ছিলেন তিনটি সংস্থার ডিরেক্টর। এই তিনটি সংস্থার অ্য়াকাউন্টে শস্য বিক্রির টাকা জমা পড়েছিল। পরে দেখা যায় এই তিনটি সংস্থাই বন্ধ করে দেওয়া হয় এবং প্রায় ২০.২৪ কোটি টাকা বাকিবুর রহমানের এক আত্মীয়র ব্যাঙ্ক অ্য়াকাউন্টে জমা পড়ে।
শান্তিনিকেতনের রতনপল্লিতে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের নামে বাড়ির হদিশ মিলেছে। বাড়ির নাম দোতারা। এই শান্তিনিকেতনেই হদিশ মিলেছিল অপার অর্থাৎ পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ির! চাল থেকে চলচ্চিত্র!আর কোথায় কোথায় বিচরণ করতেন বাকিবুর রহমান? পরতে পরতে রহস্য়।