Jyotipriya Mallick: 'SSKM হাসপাতালে বসে চিঠি লিখেছিলেন জ্যোতিপ্রিয়ই', এবার হাতের লেখা মিলিয়ে দেখতে চায় ED
Jyotipriya Mallick Letter : SSKM হাসপাতালে বসে চিঠি লেখার কথা স্বীকার করেও আদালতে গিয়ে বয়ান বদলাতে পারেন জ্যোতিপ্রিয়, এমন আশঙ্কাও রয়েছে কেন্দ্রীয় এজেন্সির।
প্রকাশ সিনহা, কলকাতা : SSKM হাসপাতালে বসে চিঠি কি জ্যোতিপ্রিয় মল্লিকই ( Jyotiptriyo Mallik ) লিখেছিলেন? ED-র দাবি, জেরায় চিঠি লেখার কথা স্বীকার করেছেন রেশন দুর্নীতিকাণ্ডে ( Ration Distribution Scam ) ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী।
ED সূত্রে খবর, এবার সেই চিঠির লেখা আর জ্যোতিপ্রিয়র হাতের লেখা মিলিয়ে দেখতে চায় কেন্দ্রীয় এজেন্সি। হাতের লেখা মেলাতে তারা হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে। সেই রিপোর্ট আদালতে পেশ করবে ED। SSKM হাসপাতালে বসে চিঠি লেখার কথা স্বীকার করেও আদালতে গিয়ে বয়ান বদলাতে পারেন জ্যোতিপ্রিয়, এমন আশঙ্কাও রয়েছে কেন্দ্রীয় এজেন্সির। তাই হাতের লেখা মিলিয়ে তথ্য প্রমাণ নিজেদের হাতে রাখতে চায় ED।কেন্দ্রীয় এজেন্সির দাবি, ওই চিঠিতে তৃণমূল নেতা শঙ্কর আঢ্য ছাড়াও আরও কয়েকজনের নাম রয়েছে। রেশন দুর্নীতির তদন্তে তাদের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।
রেশন দুর্নীতির সঙ্গে শঙ্কর আঢ্যর গ্রেফতারির পরই প্রকাশ্যে আসে জ্যোতিপ্রিয়র এই চিঠি প্রসঙ্গ। আদালতে ইডির আইনজীবীর দাবি করেন, হাইকোর্টের নির্দেশে যেদিন SSKM-এ জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিন থেকে CCTV ক্যামেরা খুলে নেওয়া হয়, সেদিন বাবার সঙ্গে সেখানে দেখা করতে গিয়েছিলেন, মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। বাবার সঙ্গে দেখা করে বেরনোর পর, সেখানে মোতায়েন থাকা CRPF জওয়ান, মন্ত্রী কন্যার কাছ থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের লিখে দেওয়া একটি চিঠি উদ্ধার করেন। সেখানেই শঙ্কর আঢ্য-সহ একাধিক নামের উল্লেখ ছিল এবং বলা হয়েছিল, টাকার দরকার হলে তাঁরা দেবেন।
ধৃত তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর বিদেশি মুদ্রা লেনদেনের সংস্থা রয়েছে। কলকাতার মার্কুইস স্ট্রিটে তার অফিসও আছে। গ্রেফতারের আগে শুক্রবার আঢ্য ফোরেক্স প্রাইভেট লিমিটেডের এই অফিসেও হানা দেয় ED। এক-দু কোটি বা দু-একশো কোটি নয়, রেশনে দুর্নীতির অঙ্কটা ৯ থেকে ১০ হাজার কোটি টাকা! এমন কি দুর্নীতির এই অঙ্ক আরও বাড়তে পারে! রেশন দুর্নীতি মামলায় তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতারের পর, শনিবার আদাতলে এমনই বিস্ফোরক দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আরও পড়ুন :
ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা দিয়ে ঘুরিয়ে সরকারের ব্য়র্থতার দিকেই আঙুল তুললেন অভিষেক? প্রশ্ন বিরোধীদের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y