Ration Scam: কতবার, কতদিনের জন্য সফর? ইডির নজরে এবার বিদেশ যাত্রা
ED: জ্য়োতিপ্রিয় মল্লিক বা তাঁর পরিবারের কোন সদস্য় কতবার এবং কদিনের জন্য় বিদেশ গিয়েছেন তার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে কেন্দ্রীয় তদন্তকারীরা।
কলকাতা: এবার ইডির (ED) নজরে রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত মন্ত্রীর বিদেশ সফর। শুধু প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকই (Jyotipriyo Mullick) নন তাঁর পরিবারের সদস্য়দের বিদেশ যাত্রাও এবার ইডির স্ক্যানারে। এই সফর সংক্রান্ত একাধিক তথ্য সংগ্রহ শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি।
নজরে বিদেশ সফর: সূত্রের খবর, প্রাক্তন খাদ্য়মন্ত্রী বা তাঁর পরিবারের কোন সদস্য় কতবার বিদেশে গেছেন এবং কোন ভিসায় গেছেন তা নিয়ে তথ্য সংগ্রহ করতে শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ট্য়ুরিস্ট ভিসা নাকি বি ওয়ান ভিসায় বিদেশ গিয়েছিলেন জ্য়োতিপ্রিয় মল্লিক ও তাঁর পরিবারের সদস্য়রা সেই সংক্রান্ত তথ্য়ও সংগ্রহ করা হচ্ছে। টিকিট কাটা থেকে শুরু করে থাকা-খাওয়া, বিদেশ যাত্রার যাবতীয় খরচ কে বা কারা দিয়েছিলেন সে বিষয়েও খোঁজখবর নিচ্ছে ইডি। জ্য়োতিপ্রিয় মল্লিক বা তাঁর পরিবারের কোন সদস্য় কতবার এবং কদিনের জন্য় বিদেশ গিয়েছেন তার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে কেন্দ্রীয় তদন্তকারীরা। এক ট্রাভেল এজেন্টের নাম পেয়েছেন ইডি আধিকারিকরা। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের পর, গত শুক্রবার, আদালতে ইডি দাবি করে, জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের ভ্রমণের জন্য প্লেনের টিকিট বুক করেছিলেন বাকিবুর রহমান, যদিও পরে তা বাতিল করা হয়। ED সূত্রে দাবি করা হয়, বাকিবুর ও অন্য এক ব্যক্তির মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেঁটে, মন্ত্রীর পরিবারের সদস্যদের জন্য বিমানের টিকিট কাটার বিষয়টি জানা গেছে।এই বিষয়ে এক ব্যক্তি তাঁর বয়ানে জানিয়েছেন, কুন্তল নামে একজন ট্রাভেল এজেন্ট বাকিবুরকে, নথি ফরোয়ার্ড করেন। উল্টোদিকে ট্রাভেল এজেন্টের কাছে বকেয়া থাকা টাকা মিটিয়ে দেওয়ার জন্য, এক মহিলা কর্মীকে অনুরোধ করেন বাকিবুর। হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পাওয়া, মন্ত্রীর পরিজনদের আমেরিকা, মরিশাস সফর, পাসপোর্টের খরচ এবং শিলং যাওয়ার খরচের হিসেবও মিলেছে বলে দাবি করা হয়েছে ED সূত্রে। ইডি সূত্রে দাবি, সেই ট্রাভেল এজেন্টকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিন সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। তারপর ফের সিজিও কমপ্লেক্সে ফিরিয়ে নিয়ে এসে তাঁকে জেরা শুরু করেন ইডির অফিসাররা। ইডি সূত্রে দাবি, মূলত মন্ত্রীর সম্পত্তি, টাকার লেনদেন, বিদেশ ভ্রমণ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেন আধিকারিকরা। গত কয়েকদিনে, প্রাক্তন খাদ্যমন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে এবং মন্ত্রী ঘনিষ্ঠ হাওড়ার ব্যবসায়ী অভিজিৎ দাসকে দফায় দফায় জেরা করে ED। সূত্রের দাবি, এদিন সেই বিষয়কে সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে।
আরও পড়ুন: DA Protest: DA আন্দোলনের মঞ্চে নাটক করায় শাসকের রোষে? বুকিং বাতিল নাট্যদলের