Recruitment Scam : ২০১৬-র প্রাথমিকের নিয়োগে যারা ইন্টারভিউ নিয়েছিলেন, তাদের হাজিরার নির্দেশ হাইকোর্টের
Justice Abhijit Gangopadhyay : ২০১৬'র প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় কোনও অ্যাপটিটিউড টেস্ট নেওয়াই হয়নি। ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্টকে একসঙ্গে করে একটা গড় নম্বর দেওয়া হয়েছিল।
সৌভিক মজুমদার, কলকাতা : প্রাথমিকে নিয়োগ দুর্নীতি (Primary Job Recruitment Scam) মামলায় এবার, যাঁরা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ (Interviewer) নিয়েছিলেন, তাঁদের তলব করল কলকাতা হাইকোর্টের। ২১ শে ফেব্রুয়ারি তাঁদের আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। যাঁরা হাজিরা দিতে আসবেন, তাঁদের যাতায়াতের টাকা দিতে হবে পর্ষদকে, নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Gangopadhyay)। এদিকে, মানিক ভট্টাচার্যের জরিমানার নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
হয়নি অ্যাপটিটিউড টেস্ট
২০১৬'র প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় কোনও অ্যাপটিটিউড টেস্ট নেওয়াই হয়নি। ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্টকে একসঙ্গে করে একটা গড় নম্বর দেওয়া হয়েছিল। পর্ষদের হলফনামাতেই তা স্পষ্ট। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার এমনই মন্তব্য় করলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। পাশাপাশি, যাঁরা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিয়েছিলেন, তাঁদের হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
পাঁচ জেলার ইন্টারভিউয়ারদের তলব
২০১৪-র টেটের প্রেক্ষিতে, ২০১৬ সালে নিয়োগপ্রক্রিয়া সংগঠিত হয়। সেই নিয়োগপ্রক্রিয়ায় হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, কোচবিহার ও মুর্শিদাবাদ, এই ৫ জেলায় যাঁরা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিয়েছিলেন, তাঁদের বেশ কয়েকজন তলব করেছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। ২১ শে ফেব্রুয়ারি তাঁদের আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। রুদ্ধদ্বার এজলাসে হবে জিজ্ঞাসাবাদ। সংশ্লিষ্ট আইনজীবীরা ছাড়া আর কেউ উপস্থিত থাকতে পারবেন না এজলাসে।
আসা-যাওয়ার খরচ পর্ষদের
পাশাপাশি, যাঁরা ইন্টারভিউ নিয়েছিলেন, তাঁদের যাতায়াতের ভাড়া প্রাথমিক শিক্ষা পর্ষদকে বহন করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। মাথা পিছু ২ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরই প্রেক্ষিতে, এদিন পর্ষদের আইনজীবী প্রশ্ন তোলেন, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার থেকে যাঁরা আসবেন, তাঁরা যাতায়াত ভাড়া বাবদ ২হাজার টাকা পাবেন, আবার যাঁরা হাওড়া - হুগলি থেকে আসবেন, তাঁরাও ২হাজার টাকা পাবেন ? এটা কী করে হয় ? কেউ যদি বিমানের প্রথম শ্রেণির ভাড়া দাবি করেন, তখন পর্ষদ কী করবে ? তখন বিচারপতি জানান, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদ থেকে যাঁরা আসবেন, তাঁদের জনপ্রতি দিতে হবে ২ হাজার টাকা। আর হাওড়া-হুগলি থেকে যাঁরা আসবেন, তাঁদের দিতে হবে ৫০০ টাকা করে।
মানিকের জরিমানার নির্দেশ বহাল
এদিকে, জরিমানা মামলায় ডিভিশন বেঞ্চে আপাতত স্বস্তি মিলল না মানিক ভট্টাচার্যের। ৭ দিনের মধ্যে নির্ধারিত জরিমানার ২ লক্ষ টাকা জমা দিতে হবে প্রাক্তন পর্ষদ সভাপতিকে। নির্দেশ দিয়েছে, বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। ২০১৪'র প্রাইমারি টেটে অংশগ্রহণ করেন মায়ারানি পাল নামে এক চাকরিপ্রার্থী। ৬ বছরেও তাঁর রেজাল্ট না জানানোয়, আদালতের দ্বারস্থ হন তিনি। সেই মামলায় মানিক ভট্টাচার্যকে ২ লক্ষ টাকা জরিমানা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মানিক। সেই মামলাতেই সোমবার, বিচারপতি নির্দেশ দেন, ৭ দিনের মধ্যে জরিমানার ২ লক্ষ টাকা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে টাকা জমা দিতে হবে। স্বল্প মেয়াদি প্রকল্পে গচ্ছিত থাকবে টাকা। মামলার ফল মানিক ভট্টাচার্যর পক্ষে গেলে তিনি টাকা ফেরত পাবেন।
আরও পড়ুন- 'মামলা ঝুলে থাকলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে না' ফের CBI-র তদন্তে ক্ষোভপ্রকাশ বিচারপতি বসুর