Babita Sarkar : ববিতা সরকারের চাকরি বাতিল, পরিবর্তে অনামিকা রায়কে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
School Service Commission : ববিতার বিরুদ্ধে অভিযোগ, তিনি স্কুল সার্ভিস কমিশনের কাছে ভুল তথ্য দিয়েছেন
কলকাতা : এবার হাইকোর্টের নির্দেশে চাকরি খোয়ালেন স্কুল শিক্ষিকা ববিতা সরকার (Babita Sarkar)। তাঁর আবেদনের ভিত্তিতেই চাকরি গিয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) কন্যা অঙ্কিতা অধিকারীর। এবার ববিতার চাকরি পাবেন অনামিকা রায়। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)। ৩ সপ্তাহের মধ্যে ববিতার চাকরি আবেদনকারী অনামিকা রায়কে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।
ববিতার বিরুদ্ধে অভিযোগ, তিনি স্কুল সার্ভিস কমিশনের কাছে ভুল তথ্য দিয়েছেন। তাই বেশি নম্বর দিয়েছে কমিশন। এর প্রেক্ষিতেই ববিতার চাকরি বাতিলের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এছাড়া, অঙ্কিতা অধিকারীর থেকে পাওয়া প্রায় ১৬ লক্ষ টাকা ববিতাকে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
'ববিতা নন, চাকরির প্রকৃত দাবিদার অনামিকা', এমনই দাবি জানিয়ে গত জানুয়ারি মাসে আদালতে দায়ের হয় মামলা । অনামিকা দাবি করেন, 'ফর্ম পূরণের সময় ববিতা (Babita Sarkar) লিখেছিলেন তিনি স্নাতক স্তরে ৮০০-র মধ্যে ৪৪০ পেয়েছেন, ববিতা জানিয়েছিলেন, তিনি শতাংশের হিসাবে ৬০ শতাংশ পেয়েছেন '। যদিও দেখা যাচ্ছে যে, শতাংশের হিসাবে এটি ৬০ শতাংশের কম । অনামিকার দাবি, হিসাব অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ববিতার প্রাপ্য নম্বর ৩৩ এর পরিবর্তে ৩১ হওয়া উচিত। তাঁর মোট নম্বরও ৭৭ এর পরিবর্তে ৭৫ হওয়া উচিত, দাবি তাঁর।
সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয় স্কুল সার্ভিস কমিশনের মেরিট লিস্ট। সেখানে দেখা যায়, ববিতা সরকারের টোটাল মার্কস ৭৭। যার মধ্য়ে অ্যাকাডেমিক স্কোর ৩৩। কিন্তু, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া আবেদনের ফর্মে দেখা যায়, স্নাতক স্তরে, ৮০০-র মধ্য়ে ৪৪০ নম্বর পেয়েছেন তিনি। অর্থাৎ ৫৫ শতাংশ। কিন্তু, ফর্মে লেখা তিনি ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। আর তার ভিত্তিতেই ববিতাকে অ্য়াকাডেমিক স্কোরে ২ নম্বর বেশি দিয়েছে কমিশন। ববিতার অ্য়াকাডেমিক স্কোর যেখানে ৩১ হওয়ার কথা, সেখানে তিনি পেয়েছেন ৩৩।
সম্প্রতি, হাইকোর্টের নির্দেশে চাকরিপ্রার্থীদের নম্বরের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। আর তারপরই, প্রকাশ্যে চলে এসেছে নম্বর-বিভ্রাট। অ্য়াকাডেমিক স্কোরে ২ নম্বর বেশি পাওয়ার কথা স্বীকার করে নেন ববিতাও। তিনি বলেন, 'আমি এতদিন বুঝতে পারিনি কমিশন ২ নম্বর বেশি দিয়েছে ভুল করে। আপনারা জানেন আমরা নম্বরই জানতাম না। ব়্যাঙ্ক এর লিস্ট দেওয়া হয়েছিল।'
প্রসঙ্গত, তাঁর করা মামলায় দুর্নীতির অভিযোগে চাকরি গেছে, রাজ্য়ের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশে, সেই চাকরি এবং অঙ্কিতার পাওয়া বেতনের পুরোটাই পেয়েছেন মামলাকারী ববিতা সরকার। কিন্তু, এবার, বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশেই চাকরি খোয়ালেন স্কুল শিক্ষিকা ববিতা! শুধু তাই নয়, অঙ্কিতা অধিকারীর থেকে পাওয়া প্রায় ১৬ লক্ষ টাকাও ফেরত দিতে হবে ববিতাকে। মঙ্গলবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন ; নিয়োগ-দুর্নীতির মধ্যেই এবার ববিতা সরকারের নম্বর-বিতর্ক