Recruitment Scam: ২ বছর পর জামিনে জেলমুক্তির পরেই বহিষ্কৃত যুব TMC নেতা শান্তনুকে বীরের সংবর্ধনা ! 'জেলে থেকে অনেক কিছু জেনেছি..'
Santanu Jail Release Recruitment Scam: জেল থেকে ঘরে ফিরতেই দলেই চক্রান্তের অভিযোগ শান্তনুর !

সোমনাথ মিত্র ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। ২ বছর পর জামিনে জেলমুক্তির পরেই শান্তনুকে বীরের সংবর্ধনা। জেল থেকে মুক্তি পেয়ে বলাগড়ে ফিরতেই আরতি করে বরণ করা হল। বাজল শাঁখ। দেওয়া হল উলু ধ্বনী। দল থেকে বহিষ্কৃত হলেও, শান্তনু-বরণের হাজির ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য !
এদিকে নিয়োগ মামলায় গ্রেফতারির পরেই দল থেকে বহিষ্কার হয়েছিলেন। এবার জেল মুক্তির পর, দলের সেই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। জেল থেকে ঘরে ফিরতেই, দলেই চক্রান্তের অভিযোগ তুললেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। 'বহিষ্কারের বদলে দল আমাকে সাসপেন্ড করতে পারত। জেলে থেকে অনেক কিছু জেনেছি, সব জানাব নেতৃত্বকে', জামিনে জেল-মুক্তির পরেই দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক শান্তনুর।
আরও পড়ুন, হাইকোর্টের নির্দেশে নদিয়ার গাজনে SC-দের অনুমতি, নজরদারিতে জেলা জজ, ' উৎসব শেষ না হওয়া পর্যন্ত..'
নিয়োগ তদন্তের খাতায় তিনি অন্যতম 'প্রভাবশালী'। ২৬-এর বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগে নিয়োগ দুর্নীতি মামলায় এবার জেলমুক্ত হলেন এহেন তৃণমল নেতা। বৃহস্পতিবার শর্তসাপেক্ষে জামিনের পর, প্রায় ২ বছর পর, হুগলির সাম্রাজ্যে ফিরলেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, বলাগড়ের মাটিতে পা ফেলতেই, তাঁকে ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দা থেকে তৃণমূলের নেতা-কর্মীরা।বহিষ্কৃত তৃণমূল নেতাকে ফুলের মালা, আরতি করে বরণ করে কার্যত বীরের সম্বর্ধনা দিতে হাজির হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুরুই টুডু।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম তাপস মণ্ডলের সূত্র ধরেই চর্চায় এসছিল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম।২০২৩ সালের, ১০ মার্চ, বলাগড় থেকে তাঁকে গ্রেফতার করে ইডি। পরবর্তীতে, তাঁকে হেফাজতে নেয় সিবিআইও। গ্রেফতার হওয়ার ৪ দিন বাদে তাঁকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। দল হাত ছাড়লেও, জেল মুক্তির পরও হাবে-ভাবে সেই দলের প্রতিই আনুগত্য দেখালেন বলাগড়ের তৃণমূলের তৎকালীন দাপুটে যুবনেতা।শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন,আমি তৃণমূল-কংগ্রেসের সমর্থক হিসেবে আছি। এখনই দলে যাচছি না, দায়িত্ব পেলে আবার যাব।' তবে, জেলমুক্তির যাত্রায় হাতও ছেড়েছেন বহু সতীর্থ। শুক্রবার, তাদের উদ্দেশেও বার্তা দেন তিনি। শান্তনু বন্দ্যোপাধ্যায় আরও বলেন, রাজনৈতিক জীবনের বন্ধুরা হাত ছেড়েছে, উল্টে পাশে আছেন পাড়ার বিজেপি-সিপিএমের বন্ধুরা'
এদিকে, শান্তনু গঙ্গোপাধ্যায়ের জেলমুক্তি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।রাজ্য বিজেপি অফিস সম্পাদক প্রণয় রায় বলেন, তৃণমূলের যারা যত বেশি চুরি করতে পারে তারাই তত বেশি সম্মান পান। যেখানে মমতা। সম্প্রতি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, বিশেষ CBI আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পেশ করা চার্জশিটেও নাম ছিল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। চার্জশিটের ১২ নম্বর পাতাতেই সিবিআই দাবি করেছিল,তদন্তে উঠে এসেছে, ২০১৭ সালে, কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ বেহালায় সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে গেছিলেন, তাঁকে ঘুষের টাকা দিতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
