Remal Cyclone Update: 'মুখ্যমন্ত্রী সস্তা কথা বলছেন' রেমাল মোকাবিলায় রাজ্যের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ বিজেপির
Remal Cyclone: রাতভর তাণ্ডব চালিয়েছে রেমাল। সোমবার বিকেল গড়ালেও তার রেশ থেকে গিয়েছে।
কলকাতা: ঘূর্ণিঝড় রেমাল (Remal Cyclone Update) মোকাবিলায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলল বিজেপি। মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করলেন অমিত মালব্য। রেমালে উদ্ধারকাজ নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করলেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক।
West Bengal needs a Chief Minister, who does little more than just post on X. You haven’t stepped out, at all. Neither have any of the WB ministers, and there are several of them from Kolkata, who are part of the cabinet. Mayor of Kolkata is busy defending your comment, defiling… https://t.co/KNUdaoUWk0
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) May 27, 2024
ব্যর্থতার অভিযোগ তুলল বিজেপি: রাতভর তাণ্ডব চালিয়েছে রেমাল। সোমবার বিকেল গড়ালেও তার রেশ থেকে গিয়েছে। এই আবহে এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করল বিজেপি। এদিন সোশাল মিডিয়ায় অমিত মালব্য বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাড়িতে নিরাপদে থাকুন, আমরা আপনাদের জন্য আছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর সরকারের কোনও চিহ্ন কোথাও দেখা যাচ্ছে না। সাগর, কাকদ্বীপ, মথুরাপুর কিংবা সন্দেশখালি, বসিরহাট সর্বত্রই মানুষের পাশে এনডিআরএফ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সস্তা কথা বলছেন।'
এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ড ফলের পর, তার শক্তিক্ষয় হয়েছে। এই মুহূর্তে তা ঘূর্ণিঝড় হয়ে এগোচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে। এর ফলে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে আগামী ২৪ ঘণ্টা ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গ এখনও কাটিয়ে উঠতে পারেনি রেমালের প্রভাব। আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ৭ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।কলকাতার আকাশ মেঘলা, বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।