Lok Sabha Election 2024: ঘূর্ণিঝড়ের পর সরালেন ড্রেনের জঞ্জাল, সায়ন্তিকাকে নিয়ে পে লোডারে TMC প্রার্থী সৌগত..
Sougata Sayantika Lok Sabha Poll: চলতি সপ্তাহেই দমদমে ভোট, তার আগে ঘূর্ণিঝড়ে ভোগান্তির মুখে এলাকার বাসিন্দারা, রাস্তায় নামলেন সৌগত-সায়ন্তিকারা..
উত্তর ২৪ পরগনা: ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) জেরে কোথাও জমেছে জল, কোথাও গাছ পড়ে বিপত্তি। পথে নেমেছেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় (Dumdum Lok Sabha TMC Candidate Sougata Roy)। কোথাও বাঁশ হাতে সরালেন ড্রেনের জঞ্জাল, বরানগরে আবার সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে চড়ে বসলেন পে লোডারে।
সায়ন্তিকাকে নিয়ে পে লোডারে TMC প্রার্থী সৌগত
দমদম লোকসভা কেন্দ্রে ভোট আগামী শনিবার। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হলেন সৌগত রায়। ওদিকে তাপস রায় দল ছাড়াতেই বরানগর উপনির্বাচনে সায়ন্তিকাকে এবার প্রার্থী করেছে শাসকদল। সায়ন্তিকার বিপরীতে বরানগরে সজল ঘোষকে বিজেপি প্রার্থী করেছে গেরুয়া শিবির। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই দুই প্রার্থীরই ভোট কেন্দ্রে কমবেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। ভোটের মুখে এলাকাবাসীর ভোগান্তি কমাতে কোনও কমতি রাখেননি সৌগত-সায়ন্তিকারা।
উত্তর ২৪ পরগনা জেলার খাস তালুক
উত্তর ২৪ পরগনা জেলার খাস তালুক জুড়ে ছড়িয়ে আছে দমদমের পাশাপাশি, বসিরহাট এবং বারাসাত লোকসভা কেন্দ্র। এর একদিকে যেমন আছে বিধান নগর বা সল্টলেকের মতন জায়গা অন্য প্রান্তে তেমন আছে সন্দেশখালি এবং বের মজুরের মতন এলাকা। নদী, নালা, খাল, বিলে ঘেরা এই উত্তর চব্বিশ পরগনার এক প্রান্তে রয়েছে সুন্দরবনের মতন গভীর অরণ্য আর বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশ সীমান্ত। আর বলাইবাহুল্য এই সব এলাকাই কমবেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।
আরও পড়ুন, নির্বাচন পরবর্তী প্রক্রিয়ার জন্য পিছোচ্ছে স্কুলের পঠন-পাঠন, ক্লাস শুরু হবে এই তারিখে..
আগামীকাল কলকাতার আবহাওয়ার উন্নতি
প্রসঙ্গত, দক্ষিণবঙ্গে কাটতে চলেছে রেমাল-দুর্ভোগ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট কমবে। ল্যান্ড ফলের পর শক্তি হারিয়েছে রেমাল। এই মুহূর্তে তা ঘূর্ণিঝড় হয়ে এগোচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে। এর ফলে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বইবে ঝোড়ো হাওয়া। রেমালের প্রভাবে আজও দক্ষিণববঙ্গ জুড়ে চলবে ভারী বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিকেলের পর কলকাতার আবহাওয়ার উন্নতি হতে পারে। এদিন কলকাতার বিভিন্ন জায়গায় জমেছে জল। জলমগ্ন কলকাতা মেডিক্যাল কলেজ ও ট্রপিক্যাল মেডিসিন। পার্ক স্ট্রিট স্টেশনে জল জমে মেট্রো চলাচলে বিঘ্ন, পরে চালু পরিষেবা। কলকাতা বিমানবন্দরেও বিঘ্নিত পরিষেবা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।