Remal Cyclone Update Live : বাংলায় রেমাল-দুর্যোগে মৃত বেড়ে ৭, লিলুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
Remal Cyclone Update : রেমালের জেরে আজ সকাল ৯টা পর্যন্ত কলকাতায় বন্ধ উড়ান পরিষেবা। সাইক্লোন রেমালের তাণ্ডবের সব খবর সবার আগে এখানে ।

Background
কলকাতা : আছড়ে পড়েছে রেমাল। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হয়েছে। এরই মধ্যে কলকাতায় মর্মান্তিক খবর। এন্টালির বিবির বাগানে ভেঙে পড়ে কার্নিশের চাঙড়। মৃত্যু হয় এক ব্যক্তির। ক্যামাক স্ট্রিটে ভাঙল পাঁচিল। এছাড়াও কলকাতা ও শহর তলির বিভিন্ন জায়গা থেকে ঝড়ের তাণ্ডবের খবর মিলেছে।
সোমবার সকােও রেমাল বিপর্যয়ের প্রভাব পড়ল ট্রেন চলাচলে। শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। বিভিন্ন জায়গায় গাছ পড়েছে, তুলতে সময় লাগবে, জানানো হল রেলের তরফে। সমস্যায় যাত্রীরা।সোমবার সকালেও কলকাতা থেকে জেলা, রেমালের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি চলছে। জেলায় জেলায় ভেঙে পড়েছে বহু গাছ। হেলে পড়ে সিগন্যাল পোস্ট, ছেঁড়ে বিদ্যুতের তার। রেমালের জেরে আজ সকাল ৯টা পর্যন্ত কলকাতায় বন্ধ উড়ান পরিষেবা। ২১ ঘণ্টায় বাতিল ৩৪০টি অন্তর্দেশীয় ও ৫৪টি আন্তর্জাতিক বিমান। বাতিল বহু ট্রেন।
Remal Weather Update: রেমালের দাপট নিয়েও রাজনৈতিক তরজা, মালব্যর পোস্টে খোঁচা মমতাকে
রেমালের দাপটে একাধিক জায়গায় ভাঙল বাড়ি। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। দুর্গতদের পাশে দাঁড়িয়েছে এনডিআরএফ, কথার দাম নেই মমতার, পোস্ট অমিত মালব্যর।
Remal Weather Live News: বাংলায় রেমাল-দুর্যোগে মৃত বেড়ে ৭, লিলুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
বাংলায় রেমাল-দুর্যোগে মৃত বেড়ে ৭। লিলুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। বাড়ির কলিং বেলের স্যুইচে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু।






















