RG Kar Case : পরিবারের অনুমতি ছাড়াই RG করে ওয়ার্কশপে চাওয়া হয়েছিল টাটকা মৃতদেহ, না দিতেই ...বিস্ফোরক তথ্য সামনে
RG Kar Morgue Scam : ওয়ার্কশপের জন্য মৃতদেহ দিতে অস্বীকার করায় একসপ্তাহের মধ্যে বিভাগীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় সোমনাথ দাসকে।
সন্দীপ সরকার, কলকাতা : আর্থিক দুর্নীতির মামলায় এবার CBI-এর নজরে সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন আর জি কর মেডিক্যালের মর্গে বেনিয়মের অভিযোগ। শুক্রবার ফরেন্সিক মেডিসিনের তৎকালীন বিভাগীয় প্রধান সোমনাথ দাসকে জিজ্ঞাসাবাদ করল CBI. আর তাতেই উঠে এল চাঞ্চল্যকর দাবি।
গতবছর ৫ জানুয়ারি আর জি কর হাসপাতালে ENT বিশেষজ্ঞদের সর্বভারতীয় সংগঠনের একটি ওয়ার্কশপ ছিল। ওয়ার্কশপের জন্য মৃতদেহ দিতে অস্বীকার করায় একসপ্তাহের মধ্যে বিভাগীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় সোমনাথ দাসকে। একমাসের মধ্য়ে বদলি করে দেওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্য়াল কলেজে।
নিয়ম অনুসারে, ময়নাতদন্তের জন্য পুলিশের কাছ থেকে আসা দেহ ফরেন্সিক মেডিসিন থেকে অন্য কোথাও যাওয়ার কথা নয়। কারণ, সেখানে 'মেডিকো লিগাল' একটি বিষয় থাকে। দেহের উপর অধিকার থাকে পুলিশ ও পরিবারের। কোর্ট অর্ডার ছাড়া অন্য কোনও কাজে ব্যবহার করা যায় না সেই দেহ ।
আর জি কর মেডিক্যালের প্রাক্তন বিভাগীয় প্রধান সোমনাথ দাস জানান, এই সন্দীপ ঘোষের আমলেই বিভাগীয় প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কেন ? CBI কে তিনি জানিয়েছেন, সন্দীপ ঘোষের 'ইচ্ছাপূরণ' না করায় এই সোমনাথ দাসকেই সেই সময় বদলি করে দেওয়া হয়েছিল। তবছর ৫ জানুয়ারি আর জি কর হাসপাতালে ENT বিশেষজ্ঞদের সর্বভারতীয় সংগঠনের একটি ওয়ার্কশপ ছিল। সেই ওয়ার্কশপের জন্য ২০২২ সালের ২১ ডিসেম্বর ENT চিকিৎসকদের সংগঠন, অ্য়াসোসিয়েশন অফ অটোল্য়ারিঙ্গোলজিস্ট অফ ইন্ডিয়ার তরফে আর জি করের ফরেন্সিক মেডিসিন বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান সোমনাথ দাসকে এই চিঠি লেখা হয়। বলা হয়, মৃতদেহ নিয়ে হাতেকলমে তাঁরা ওয়ার্কশপ করতে চান। তাই 'ফ্রেশ' মৃতদেহ প্রয়োজন। কিন্তু তা দিতে অস্বীকার করে সোমনাথ দাস লিখে দেন, ময়নাতদন্তের জন্য পুলিশের আনা কোনও মৃতদেহ, ওয়ার্কশপে দেওয়া যাবে না। কিন্তু এরপরই বিভাগীয় প্রধান পরিবর্তন করা হয় এবং সন্দীপ ঘোষের নির্দেশে মর্গ থেকে পাঁচটি দেহ পাঠানো হয় অ্য়ানাটমি বিভাগে। দান করা দেহের পরিবর্তে ময়না তদন্তের জন্য থাকা দেহ নিয়েই চলে 'অপারেশন শিক্ষা'।
ওই ঘটনার পরপরই সোমনাথ দাসকে আর জি কর মেডিক্যাল থেকে বাঁকুড়া সম্মিলনী কলেজে বদলি করে দেওয়া হয়। সেইসময় যে দেহগুলি ওয়ার্কশপে ব্য়বহার করা হয়েছিল, তাঁদের পরিবারও এ সম্পর্কে কিছু জানত না বলে অভিযোগ। তবে স্বাস্থ্যভবনে এ বিষয়ে মৃতের পরিবার জানালেও তদন্তের এখনও নিষ্পত্তি হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।