West Bengal Live News Updates: সাগর দত্ত মেডিক্যালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধর? প্রতিবাদে কর্মবিরতির ডাক
West Bengal News Live Update: জেলা থেকে রাজ্যের সব খবর দেখুন এক ক্লিকে...
LIVE
Background
অনুব্রত মণ্ডল তিহাড় জেল থেকে জামিন পেয়ে ফেরার পর চড়া সুরে কথা বলছিলেন কাজল শেখ। অবশেষে তিনি সুর বদল করলেন। অনুব্রত মণ্ডলকে নিজের অভিভাবক বলে উল্লেখ করলেন নানুরের তৃণমূল নেতা।
রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান অস্বীকার করল এবার সোদপুরের বিজয়পুর সার্বজনীন। এবার তাদের ৭৫ বছর হলেও অনাড়ম্বর ভাবে পুজোর আয়োজন করা হয়েছে RG কর কাণ্ডের প্রতিবাদে।
আর জি কর-কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ, ২ মাসের জন্য জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের। ২৩ নভেম্বর পর্যন্ত ধর্মতলা, বউবাজারের বিস্তীর্ণ এলাকায় জারি ১৬৩ ধারা। মিছিলের আগেই নিষেধাজ্ঞা, কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে হাইকোর্টে সিপিএম। পুজোয় কি মানুষ বেরোবে না? মণ্ডপে গল্প করাও নিষিদ্ধ? প্রশ্ন মামলাকারীর। আদালতে ডাক্তাররাও। আজ শুনানি।
West Bengal Live: রাজ্য সরকারের আশ্বাসই সার, ফের হাসপাতালে তাণ্ডব!
রাজ্য সরকারের আশ্বাসই সার, ফের হাসপাতালে তাণ্ডব! সাগর দত্ত মেডিক্যালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ। প্রতিবাদে কর্মবিরতির ডাক সাগর দত্ত মেডিক্যালের জুনিয়র ডাক্তারদের। রোগী মৃত্যু ঘিরে তুলকালাম সাগর দত্ত মেডিক্যাল কলেজে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ রোগীর পরিজনদের। গাফিলতির অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের।
West Bengal: মহালয়ায় শর্ট ফিল্ম মুক্তির আগেই সংগঠন থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক
যাদবপুর-ডায়মন্ড হারবার TMCP-র সহ সভানেত্রী রাজন্যা হালদার সাসপেন্ড। সাসপেন্ড রাজন্যার স্বামী TMCP-র রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী। প্রান্তিকের পরিচালনায় আর জি কর-কাণ্ডের পটভূমিতে 'আগমনী' নামে শর্ট ফিল্ম। প্রান্তিকের পরিচালনায় 'আগমনী' শর্ট ফিল্মে অভিনেত্রী রাজন্যা হালদার। মহালয়ায় শর্ট ফিল্ম মুক্তির আগেই সংগঠন থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক।
West Bengal Live: তিলোত্তমাদের গল্প নিয়ে ফিল্ম, দলের রোষে টিএমসিপির ২ হেভিওয়েট
তিলোত্তমাদের গল্প নিয়ে ফিল্ম, দলের রোষে টিএমসিপির ২ হেভিওয়েট। আর জি কর-কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম, সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক।
West Bengal News Live: আরেক তৃণমূল বিধায়কের নিশানায় জুনিয়র ডাক্তাররা!
বিচারের দাবিতে আন্দোলন, আরেক তৃণমূল বিধায়কের নিশানায় জুনিয়র ডাক্তাররা! আর জি কর কাণ্ডে আন্দোলন, কার্যত দেখে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের! 'ওদের যেমন আন্দোলন করার অধিকার আছে। বাংলায় তৃণমূলেরও ৩ কোটি ভোটার আছে। ১০ হাজার মাঠে নামলে কী হবে, তখন বুঝবে,' 0আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের হুমকি ভরতপুরের তৃণমূল বিধায়কের।
West Bengal News Live
বিচারের দাবিতে আন্দোলন, আরেক তৃণমূল বিধায়কের নিশানায় জুনিয়র ডাক্তাররা! আর জি কর কাণ্ডে আন্দোলন, কার্যত দেখে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের! 'ওদের যেমন আন্দোলন করার অধিকার আছে। বাংলায় তৃণমূলেরও ৩ কোটি ভোটার আছে। ১০ হাজার মাঠে নামলে কী হবে, তখন বুঝবে,' 0আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের হুমকি ভরতপুরের তৃণমূল বিধায়কের।